• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালের আবাসিক হোটেল স্বাগতম থেকে ইয়াবা উদ্ধার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯  

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক হোটেল স্বাগতম থেকে ইয়াবাসহ মামা ভাগিনাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে হোটেল স্বাগতমের ৪র্থ তলার ৪০৫ নম্বর কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লাহর রাজবাড়ি এলাকার মৃত: আবদুল হাকিমের পুত্র শহিদুল ইসলাম (৩০) ও একই এলাকার আমির হোসেনের পুত্র মো রহিদুল ইসলাম রহিদ (১৯)।
অভিযান পরিচালনাকারী কোতয়ালী মডেল থানার এসআই শমিরন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর আবাসিক হোটেল স্বাগতমের ৪০৫ নম্বর কক্ষ থেকে ১০৫ পিস ইয়াবাসহ কুমিল্লাহ থেকে আসা মামা ভাগিনাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
একটি সূত্র জানায়, নগরীর হোটেল স্বাগতম মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ স্থান। বরিশালের বাহির থেকে মাদক নিয়ে আসা প্রায় সকল মাদক ব্যবসায়ীরাই হোটেল স্বাগতমেই থাকেন বলে অনেকেই জানান। ওই হোটেলে দেহ ব্যবসা চলার বিষয়টিও এ ঘটনার পরে বেড়িয়ে আসতে শুরু করেছে। প্রায়শই দেহ ব্যবসায়ীদের আনাগোনা দেখা যায় এই হোটেলে। গভীর রাতে এই হোটেলে বসে রমরমা মাদক ও দেহ ব্যবসার হাট।
একটি সূত্র নিশ্চিত করে- নগরী এবং নগরীর বাহিরের মাদক ব্যবসায়ীদের সাথে হোটেল মালিক লায়ন মোল্লার সাথে ভাল সম্পর্ক থাকার কারণেই ওই হোটেলেই আসেন। এছাড়াও তার সাথে নগরীর অনেক মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রয়েছে বলেও ওই সূত্রটি নিশ্চিত করে।
উল্লেখ্য, নগরীর আবাসিক হোটেল স্বাগতম থেকে পূর্বেও বেশ কয়েকবার মাদকসহ আটকের বিষয় নিশ্চিত হওয়া গেছে। অনেকেই বলছেন হোটেল স্বাগতমে মাদক ব্যবসা পরিচালনা করা হয়। বেশ কযেক বছর পূর্বে হোটেল মালিককে ফেন্সিডিলসহ আটক করেছিলো বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। সেই মামলায় সাজাও খেটেছিলেন ওই হোটেল মালিক লায়ন মোল্লা। এছাড়াও নগরীর বিশিষ্ট ব্যবসায়ী চরবাড়িয়া এলাকার সুলতান বাদশা হত্যার ঘটানাও ঘটেছিলো ওই হোটেলে। তার বিরুদ্ধে অপহরণের মামলা থাকার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।