• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি মেয়রের আশ্বাসে অবরোধ তুলে নিলো ববি’র শিক্ষার্থীরা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

আশ্বাসের ভিত্তিতে দীর্ঘ ২ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

এর আগে বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক থেকে বিশ্ববিদ্যালয়ে আসার লক্ষ্যে কয়েকজন ছাত্রী একটি থ্রি হুইলারে (মাহিন্দ্রা) ওঠেন। এ নিয়ে সেখানে থাকা রুপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা মাহিন্দ্রা চালকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হলে ছাত্রীরা প্রতিবাদ জানায়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিষয়টি ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা জানতে পারলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা বিষয়টি সমাধান করার জন্য রুপাতলী বাস টার্মিনালে গিয়ে মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এসময় শ্রমিকরা তাদের সঙ্গেও খারাপ আচরণ করলে বিক্ষুব্দ শিক্ষার্থীরা ওই এলাকায় একটি টিকিট কাউন্টারে ভাংচুর করেন এবং ক্যাম্পাসে ফিরে আসেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে ও দোষী শ্রমিকদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন।

বিষয়টি সমাধানের আশ্বাসে ২ ঘণ্টা পরে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। দীর্ঘ এ সময়ে সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট বাধে এবং ভোগান্তিতে পরে যাত্রীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত বলেন, শুধু আজকের ঘটনাই নয়, দীর্ঘদিন ধরে বাস শ্রমিকরা শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা তারা মানছেন না। তবে আজকের বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে অবহিত করেছি। মেয়র বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন, তাই সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়। তারা অবরোধ তুলে নিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।

তবে বিষয়টি আমরা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জানিয়েছি। পাশাপাশি সিটির অভিভাবক যেহেতু মেয়র, তাই আমরা তাকেও বিষয়টি জানিয়েছি।

তারা বসে এর একটা স্থায়ী সমাধান দেওয়ার কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের আমরা বিষয়টি বলেছি। তারা আশ্বাস পেয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

এদিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, উভয় পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি আপাতত সমাধান করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।