• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্রীড়া জগতকে সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ মার্চ ২০২৪  

বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্ণামেন্টের গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াাবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার জিহাদুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।প্রধান অতিথি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করে যে সূচনা করেছেন আমরা এটি এগিয়ে নিতে চাই। তিনি বরিশালের ক্রীড়া জগত কে আরোও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পুলিশ কমিশনার বলেন, গত ৩ ফেব্রুয়ারী খেলা শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় সকলের অংশগ্রহণে তৃনমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই আয়োজন পরিপূর্ণ করতে পেরেছি। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস নির্মূল করে একটি জনমুখী, গণমুখী ও প্রতিরোধমূলক পুলিশী ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্ণামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি  টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করে।

খেলা শেষে পুলিশ কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা সহ নগদ অর্থ তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, বিসিসি প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব,সমাজসেবক ও আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন।