• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪  

বরিশালে অভিযান চালিয়ে দুটি ট্রাকভর্তি ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পোশাকজাতীয় দ্রব্য জব্দ করেছে কোস্ট গার্ড। এসব পোশাকের বাজারমূল্য ১০ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট আকতার হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক ফেলে চালক ও আরোহীরা পালিয়ে যান। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে স্থানীয় বাজারমূল্য হিসেবে ১০ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৫ শত টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, থান কাপড়সহ ১৯ ধরনের পোশাকজাতীয় পণ্য পাওয়া যায়।

ট্রাক দুটিকে জব্দ করে বরিশাল নগরের রসুলপুরে কোস্ট গার্ডের বরিশাল স্টেশানে নিয়ে আসা হয়েছে জানিয়ে তিনি বলেন, মালামালের সঠিক পরিসংখ্যান করা হচ্ছে। সব পণ্যের চূড়ান্ত তালিকা করে এ বিষয়ে নিয়মানুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এগুলোর মালিক কে বা কার কাছ থেকে কোথায় যাচ্ছিলো সে তথ্য আমাদের কাছে ছিল না, তবে এ কাপড়গুলো ভারত থেকে অবৈধভাবে আনা এবং ঢাকায় যাচ্ছিলো সে তথ্য ছিল।

এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, আভিযানিক দল কর্তৃক জব্দ ট্রাক দুইটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০ হাজার ৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১ হাজার ১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়।  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।