• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ওজনে’ আসছে পরিবর্তন!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

ওজনের একক কিলোগ্রামের সংজ্ঞায় পরিবর্তন এনেছে ইন্টার্নেশনাল ব্যুরো অফ ওয়েট এন্ড মেজারস বা বিআইপিএম। ১৩০ বছর পর কিলোগ্রামের সংজ্ঞায় পরিবর্তন এনে সংস্থাটি বলছে, এর মাধ্যমে ওজন পরিমাপ আরো বেশি বৈজ্ঞানিক এবং নির্ভুল করা হলো। নতুন এই হিসেব কার্যকর হবে ২০১৯ সালের ২০ মে থেকে।

দোকান বা বাজারে পণ্য কেনাবেচা থেকে শুরু করে কারখানায় উৎপাদন সবকিছুই হয় ওজন মেপে। ওজন মাপায় কিলোগ্রাম দীর্ঘদিন ধরে প্রচলিত একটি মানদণ্ড। এই কিলোগ্রামের মান সারা বিশ্বে একই রকম এবং একই ধারণার।

 

1.‘ওজনে’ আসছে পরিবর্তন!

কিলোগ্রামের প্রথম প্রচলন হয় ১৮৮৯ সালে। যা প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর সমন্বয়ে তৈরি এক ধাতব টুকরো। পিকে নামের এই টুকরোকে রাখা হয় বিআইপিএম-এর সদর দপ্তরে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাখা কিলোগ্রাম পিকে সময়ের পরিক্রমায় ওজন হারানোয় একে নির্ভুল করার প্রসঙ্গ আসে প্রায় ৩০বছর আগে। অবশেষে এটিকে অনুমোদন দেয়া হয় গত ১৬ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত বিআইপিএম-এর এক সম্মেলনে।

বিআইপিএম-এর পরিচালক মার্টিন মিল্টন বলেন, ৩০ বছর দীর্ঘ সময়ে কঠিন পরিশ্রম এবং ৬০ জন বিজ্ঞানীর বিভিন্ন গবেষণাগারে নিরলস গবেষণার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কিলোগ্রামের নতুন সংজ্ঞা দিতে বিজ্ঞানীরা দ্বারস্থ হয়েছেন কোয়ান্টাম পদার্থবিদ্যার প্লান্ট কন্সটেন্টে। ওজন পরিমাপের সবচেয়ে নির্ভুল মেশিন কিবল ব্যালেন্সেরও সহায়তা নিয়েছে বিজ্ঞানীরা। ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে একটি বস্তুর ভর বের করা হয় কনস্ট্যান্ট এককে।

যুক্তরাজ্যের জাতীয় ভৌত বিজ্ঞান ল্যাবরেটরির গবেষক পেড্রো উইলিয়াম বলেন, এটি সত্যিই একটি চমকপ্রদ ব্যাপার এবং আমাদের মতো গবেষকদের জন্য একটি বড় মুহূর্ত। এটি নতুন অনেক কাজের ব্যাপারে খুবই সহায়ক এবং সময়োপযোগী হবে।

মেইড টু মেজারস সেভেন ওয়ার্ল্ড ইউনিট-এর কিউরেটর ব্রুনো জ্যাকি বলেন, দৈনন্দিন জীবনে এটি তেমন কোনো প্রভাব ফেলবে না। ধরুন আপনি বাজারে আলু বা টমেটো কিনতে গিয়েছেন, সেখানে আপনি এটির পার্থক্য লক্ষ্য করতে পারবেন না। এটির পার্থক্য তখনই লক্ষ্য করা যাবে যখন অতি ক্ষুদ্র বিষয় নিয়ে গবেষণা করা হবে।

 

2.‘ওজনে’ আসছে পরিবর্তন!

প্রতিদিনের নিয়মিত কেনাবেচা বা বড় কোনো হিসেবে এটি তেমন কোনো পরিবর্তন না আনলেও বিজ্ঞানীরা বলছেন এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিবে। যেমনটা খুলেছিলো ১৯৬৭ সালের মিটার পদ্ধতির সংস্করণ বা মান পরিবর্তনের মাধ্যমে জিপিএস ও ইন্টারনেট প্রযুক্তির উদ্ভাবনে।

ব্রুনো জ্যাক আরো বলেন, এটা অনুমান করা কঠিন যে নতুন এই হিসেব পদ্ধতি কি ধরনের পরিবর্তন নিয়ে আসবে। তবে এটা বলতে পারি আলোর গতিতে যখন মিটারকে পরিমাপ করা হলো তারপরই জিপিএস পদ্ধতির সূচনা হয়। যা তার কিছুদিন আগেও চিন্তা করা কঠিন ছিলো। ঠিক তেমনি ঘটনা ঘটতে পারে কিলোগ্রামের এই নতুন হিসেবের ক্ষেত্রে।

অন্যান্য গবেষকরা বলছেন, এই ক্ষুদ্র হিসেবের প্রভাব পড়বে ওষুধ শিল্প থেকে শুরু করে উড়োজাহাজ কিংবা মহাকাশযান তৈরিতে।