• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

লিটনের সমস্যাটা মানসিক, এখান থেকে বের হতে হবে: সুজন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪  

জাতীয় দলের হয়ে কোন ফরম্যাটেই সুবিধা করতে পারছেন না। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট- তিন ফরম্যাট মিলিয়ে লিটন দাসের সাম্প্রতিক ফর্ম মোটেই ভাল যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ছাড়া ২ টেস্টের ৪ ইনিংস, ২ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচের একটিতেও কোন ফিফটি নেই। সর্বোচ্চ ৩৬। এর মধ্যে তিনবার আউট হয়েছেন শূন্য রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটনের রান ছিল যথাক্রমে ০, ৩৬, ৭। এরপর ২ ওয়ানডেতেই আউট হয়েছেন কোন রান না করে। তৃতীয় ওয়ানডেতে জাতীয় দল থেকে বাদ পড়ে আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগে খেলতে নেমেও চরম ব্যর্থ। শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে এক ম্যাচ খেলে আউট হয়ে যান মাত্র ৫ রানে।

এরপর সিলেট টেস্টে দুই ইনিংসে ২৫ আর ০ এবং সর্বশেষ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে করেছেন ৪ এবং ৩৮ রান। অর্থ্যাৎ জাতীয় দলের হয়ে শেষ ৯ ইনিংসে সাকুল্যে লিটনের রান ১১০। এর চেয়ে আর খারাপ আর কি হতে পারে?

এদিকে নিজের ব্যাটের এ করুণ অবস্থা সম্ভবত লিটন নিজেও ঠিকভাবে মানতে পারছেন না। তাই আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ থেকেও কিছু দিনের জন্য বিশ্রাম চেয়ে নিয়েছেন লিটন দাস।

লিটনের এ অবস্থা কেন? কী কারণে তার ফর্ম এত খারাপ? দেশের অন্যতম ব্যাটিং প্রতিভার হঠাৎ কেন এই অবনমন? তার সমস্যা কোথায়- টেকনিক, টেম্পরামেন্টে নাকি মানসিক?

এসব প্রশ্নের খুব ভাল ব্যাখ্যা যিনি দিতে পারেন, সেই আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি বোঝানোর চেষ্টা করেন, লিটন দাসের সমস্যাটা খানিক ব্যক্তিগত এবং তার নিজের মনের। তাইতো সুজনের মুখে এমন কথা, ‘লিটন ছোটবেলা থেকে যে রকম ছিল, একটু সিনিয়র প্লেয়ার হয়ে গেছে, একটু রিজার্ভ হয়ে গেছে। এগুলো থেকে বের হতে হবে আসলে। আমার মনে হয় যে তার এগুলো নিয়ে কাজ করা প্রয়োজন।’

লিটন অনেক বেশি অন্তর্মুখি। নিজেকে গুটিয়ে রাখেন। অনেকের সাথেই কথা-বার্তা কম বলেন। সেটা কি কোন সমস্যা নাকি? খালেদ মাহমুদ সুজন জবাব দিতে গিয়ে বোঝান, লিটন সবার সাথে মেলা মেশা করেন কম। এমনকি ক্রিকেটকেও সময় দেন কম।

সুজন বলেন, ‘আচরণগত কথাটা আমি বলতে চাই না। আমি বলতে চাই সবার সাথে একটু মেলামেশা, ক্রিকেটকে আরেকটু সময় দেওয়া- এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি, সবারই পেশাদার ও ব্যক্তিগত জীবন রয়েছে। লিটনেরও আছে। লিটন আগে বিবাহিত ছিল না, এখন বিবাহিত, পরিবার আছে। সবই আছে। কিন্তু ক্রিকেট তার পেশা। এখানে আরেকটু সময় ব্যয় করা, ক্রিকেটকে সময় দেওয়া প্রয়োজন।’

লিটনের টেকনিক নিয়ে কোন প্রশ্ন নেই সুজনের। তবে তার চিন্তাধারা ও ট্যাকটিক্সে কোন পরিবর্তন আসতে পারে বলে অনুমান করেন সুজন। তাই মুখে এমন কথা, ‘ক্রিকেটটা মানসিকতার খেলা। লিটনের তো টেকনিক পরিবর্তন হয়নি, ট্যাকটিক্যালি হয়তো চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে।’

লিটনকে ব্রেক দেয়া সম্পর্কে সুজন বলেন, ‘লিটন একটা ব্রেক চেয়েছে। তার দিনে লিটন ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার। আমি সব সময় লিটনের ব্যাটিং অনেক পছন্দ করি। ওর ব্যাটিং দেখা অন্য রকম ব্যাপার। মেন্টালি হয়তো ব্লক আছে। রান করেনি। যদি আমার ওই ফ্লেক্সিবিলিটি না থাকত তাহলে হয়তো আমি লিটনকে এই ব্রেকটা দিতাম না। ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের যে ব্যাটিং অর্ডার…আমি মনে করি একটা ব্রেক নিয়েই আসুক। তাকে সুপার লিগ থেকে পাব আশা করছি।’

তবে সুপার লিগে ফিরলেও একাদশে জায়গা পাওয়া সহজ হবে না লিটনের, সে আভাসও দিয়েছেন সুজন। তিনি বলেন, ‘আগে কাজটা সহজ ছিল। এখন আর সহজ নেই। আবাহনী এখন জাতীয় দল থেকেও ভালো! আমি কালকে শান্তকে হাসতে হাসতে বলছিলাম, তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন শক্তিশালী। সুতরাং যারা আবাহনীর জন্য প্রতিদিন অনুশীলন করছে, পারফর্ম করছে, তাদের ফেলে দেওয়া সহজ নয়।’

আবাহনী নিয়ে সুজন মনে করেন, তার দল এখন যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, ‘আমাদের দলটা যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট না অনেক শক্তিশালী। ঢাকা প্রিমিয়ার লিগে এ রকম এত শক্তিশালী দল কবে ছিল আমার মনে পড়ে না।’