• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

বাড়ছে আলোক দূষণ, আড়ালে চলে যাচ্ছে ছায়াপথ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

দিনে দিনে বাড়ছে আলোক দূষণ। ফলে চোখের আড়ালে চলে গেছে ছায়াপথ। হারিয়ে যাচ্ছে আকাশের তারা। গবেষকরা জানান, এভাবে দূষণ চলতে থাকলে ২০ বছরের মধ্যেই রাতের আকাশে আর তারার দেখা মিলবে না। আলোক দূষণ পাল্টে দিচ্ছে মানুষসহ প্রাণীজগতের জীবনধারাও। ঘুমে ব্যাঘাতের পাশাপাশি বাড়ছে স্থুলতা ও ডায়াবেটিস। পাখি হারাচ্ছে পথ, বাধাগ্রস্ত হচ্ছে কচ্ছপের প্রজনন।

জ্যোৎস্নামাখা রাতের আকাশে প্রেমিকাকে ভালোবাসার বার্তা পাঠানোর এমন সুযোগ একসময় আর থাকবে না। বিলীন হচ্ছে তারাভরা সেইসব রাত।

আধুনিক সভ্যতার অভিশাপ- তারাহীন রাতের মূলে আলোক দূষণ বা পৃথিবীর বুকে মাত্রাতিরিক্ত কৃত্রিম আলোর উপস্থিতি।
সম্প্রতি সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, আলো নিঃসরণকারী ডায়োড- এলইডির ব্যবহার, রাস্তা-ভবন-অফিস, বিলবোর্ডসহ বিভিন্ন স্থাপনায় অলোকসজ্জা ও সীমাহীন বাহ্যিক আলোর ব্যবহার রাতের আকাশকে উজ্জ্বল করছে।

গবেষণা বলছে, দূষণের কারণে ২০১৬ সাল থেকে পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ খালি চোখে আকাশগঙ্গা ছায়াপথ দেখতে পাচ্ছে না। প্রতি বছর ১০ শতাংশ হারে উজ্জ্বল হচ্ছে রাতের আকাশ।

জার্মানির আইফেল জাতীয় পার্কে স্বাভাবিক রাতে যেখানে ৩ থেকে সাড়ে ৪ হাজার তারা দেখা যেতো, এখন সেখানে বড়জোর ১৮শ’ তারার দেখা মেলে। গবেষকরা জানান, এভাবে দূষণ চললে একসময় সবচে উজ্জ্বল নক্ষত্রও দৃষ্টির আড়ালে চলে যাবে।

আলো দূষণে শুধু তারারাই অদৃশ্য হচ্ছে না, মানুষসহ উদ্ভিদ ও প্রাণী জগতেও ক্ষতিকর প্রভাব পড়ছে। নীল আলোর এলইডি লাইটে মানুষের মেলাটোনিন হরমোন নিঃসরণ কমে ঘুমের ব্যাঘাত ঘটায়। বাড়ে ডায়াবেটিস ও স্থুলতা।

কৃত্রিম আলোয় দিকভ্রান্ত পাখিরা। গবেষণা বলছে, আলোর প্রভাবে উত্তর আমেরিকায় প্রায় ২শ’ প্রজাতির পাখি পথ পরিবর্তন করেছে। আলোকিত সাগর তীরে বাধাগ্রস্ত হয় কচ্ছপের প্রজনন।

এ অবস্থায় আলো দূষণ কমাতে কমিটি তৈরি করে অপ্রয়োজনীয় আলোর ব্যবহার কমানো, স্মার্ট আলোর ব্যবস্থা করাসহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন গবেষকরা।