• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট `বার্ড` চালু করল গুগল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট 'বার্ড' উন্মুক্ত করেছে গুগল। চ্যাটজিপিটর মতোই 'বার্ড'  লিখিত নির্দেশনা থেকে সরাসরি উত্তর তৈরি করে দিতে পারবে। ব্যবহারকারী চাইলে পাল্টা প্রশ্নও করতে পারবেন। এছাড়াও আরো সুযোগ থাকছে, প্রশ্নকারীর উত্তরগুলো পছন্দ না হলে আবার একই প্রশ্ন করতে পারবেন। 

এর আগে, ৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে গুগল বার্ডের ঘোষণা দেওয়া হয়। ২১ মার্চ মঙ্গলবার থেকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। জানা যাচ্ছে,  কিছুটা পার্থক্য থাকলেও বার্ড অনেকটা চ্যাটজিপিটির মতোই। গুগল বলছে এই চ্যাটবটি ব্যবহারকারীদের 'উৎপাদনশীলতা' বৃদ্ধি করবে।

তবে বার্ড উত্তরের বিভিন্ন সংস্করণ (ভার্সন) তৈরি করবে, যাতে ব্যবহারকারী তার পছন্দমতো উত্তর বাছাই করতে পারে। চ্যাটজিপিটিতে এই সুযোগ নেই। 

বার্ডে 'গুগল ইট' নামের একটি বাটন থাকবে। এই বাটনে ক্লিক করলে চ্যাটবটটি আপনার জিজ্ঞাসাকে সার্চ ইঞ্জিন উপযোগী প্রশ্নে রূপান্তর করবে এবং সেটিকে গুগল সার্চে পাঠাবে। 

শুরুর দিকে বার্ড শুধু টেক্সট নির্দেশনা নিতে পারবে। কোনো ছবি বা অডিও সমর্থন করবে না। আপাতত কোডিংও করা যাবে না। তবে গুগল জানিয়েছে ধীরে ধীরে এসব ফিচারও যোগ করা হবে। গুগলের কর্মীরা কয়েক সপ্তাহ ধরে বার্ডকে প্রশিক্ষণ দিয়েছেন। প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই কর্মীদের আহ্বান জানিয়েছেন, তারা যাতে নিজেদের সময় থেকে দুই-চার ঘণ্টা বার্ডকে প্রশিক্ষণের পেছনে ব্যয় করে। 

মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে বার্ডের যে সংস্করণটি উন্মুক্ত করা হচ্ছে সেটি 'প্রথমিক' সংস্করণ। গুগল কর্মীরা বার্ডের আরো উন্নত সংস্করণ 'বিগ বার্ড' ব্যবহার করছেন। 

উল্লেখ্য, চ্যাটজিপিটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যাপক প্রচেস্টা চালায় গুগল। ফলে ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে গুগল বার্ড নামের নতুন চ্যাটবটের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।