• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

অফিসে বসে বাড়ির কম্পিউটার কন্ট্রোল করবেন যেভাবে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

ঘরে বাইরে সব জায়গায় অফিসের কাজ, গেম খেলার জন্য ল্যাপটপ ব্যবহার করছেন। ডেস্কটপের পাশাপাশি বাইরে বহনের সুবিধার্থে ল্যাপটপ ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। তবে ধরুন কোনো একদিন ল্যাপটপ সঙ্গে নিতে ভুলে গেলেন, কিংবা বাড়ির পিসিতে জরুরি ফাইল রেখেছিলেন কিন্ত আনতে ভুলে গেছেন। তখন কিন্তু আপনি অফিসে বসেই বাড়িতে নিজের পিসিতে কাজ করতে কিংবা নিয়ন্ত্রণ করতে পারবেন।

আসলে স্মার্টফোনের যুগে সব কিছুই সম্ভব। এর জন্য প্রয়োজন শুধু বাজেট-ফ্রেন্টলি অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন! ফোন থেকে বিভিন্ন ভাবে পিসির সঙ্গে সংযোগ তৈরি করা যেতে পারে। দেখে নেওয়া যাক, সেই উপায়।

মাইক্রোসফট রিমোট ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে পিসির রিমোট ডেস্কটপ অন করতে হবে। তার জন্য যা করতে হবে দেখে নিন-

>> পিসিতে প্রথমে উইন্ডোজ লোগোর স্টার্ট আইকনে ক্লিক করতে হবে।
>> এবার সেটিংস অ্যাপে গিয়ে সেটিংস কজ আইকন বেছে নিন।
>> এরপর সিস্টেম > রিমোট ডেস্কটপে যেতে হবে। পিসি নেম ফিল্ড মনে রাখবেন কিন্তু।
>> এবার অন করার জন্য রিমোট ডেস্কটপ ফ্লিপ করতে হবে।
>> শেষে কনফার্ম বাটনে ক্লিক করে দিন।

>> প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে রিমোট ডেস্কটপ ডাউনলোড করতে হবে।

>> অ্যাপটি খুলে তা চালিয়ে যাওয়ার জন্য এক্সেপ্ট বাটনে ক্লিক করুন।
>> এবার উপরের ডান দিকের কোণে থাকা + বাটনে ট্যাপ করতে হবে।
>> অ্যাড পিসি অপশনটি বেছে নিন।
>> এবার টেক্সট বক্সে নিজের পিসির নাম বসাতে হবে।
>> ইউজার অ্যাকাউন্টের তলায় ড্রপ ডাউন মেন্যুতে প্রয়োজন হলে আস্ক অপশনে টাচ করতে হবে।
>> অ্যাড ইউজার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে।
>> এবার নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে সেভ অপশনে ক্লিক করুন। উদাহরণ স্বরূপ বলা যায় যে, এই পেজে মাইক্রোসফট ই-মেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিতে হতে পারে।

সেটআপ প্রসেস শেষ করে পিসিতে কানেক্ট করতে হবে। পিসির সঙ্গে ফোন কানেক্ট করার উপায় দেখে নিন-
>> সব অপশন স্ক্রোল করুন এবং যেটা প্রয়োজন মনে হবে সেটা অ্যাক্টিভেট করুন।
>> এটা শেষ করার পরে উপরের ডান দিকের কর্নারে থাকা সেভ অপশনে ক্লিক করুন।
>> পিসির জন্য এই লিস্টে একটি নতুন এন্ট্রি দেখতে পাবেন।
>> নিজের ফোন থেকে পিসিকে নিয়ন্ত্রণ করতে একবার এর উপর ট্যাপ করতে হবে।
>> এখানেই শেষ নয়, গুগল ক্রোম থেকেও রিমোট ডেস্কটপ অ্যাপ ব্যবহার করা যেতে পারে।