• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

পুণ্যময় মৃত্যুর কিছু নিদর্শন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  

 

জীবনের শুভ ও পুণ্যময় সমাপ্তি প্রত্যেকেই প্রত্যাশা করে। আর একজন মুমিনের পরম প্রত্যাশা ও আকাঙ্ক্ষা হলো ঈমান ও আমলের সঙ্গে মৃত্যু লাভ করা।

মৃত্যুর আগেই যাবতীয় পাপ থেকে তাওবা করে নিজেকে শুধরে নেওয়া কোনো মুমিনের শেষ পরিণতির নিদর্শন। ভালো কাজ ও আল্লাহর আনুগত্যের প্রতি ক্রমেই ধাবিত হওয়াও একটি নিদর্শন।

মুমিন মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পেতে থাকে। ফলে তার চেহারায় আনন্দের দীপ্তি প্রকাশ পায়। আল্লাহ বলেন, “যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’, অতঃপর (ইমানের ওপর) অবিচলিত থাকে (মৃত্যুর সময়), তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলতে থাকে, ‘তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না। এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও। (সুরা হা-মিম সিজদা, আয়াত, ৩০)

বিখ্যাত হাদিসবিশারদ শায়খ নাসের উদ্দিন আলবানি (রহ.) তার ‘আহকামুল জানায়েজ’ নামক কিতাবে কোরআন ও হাদিসের আলোকে মানুষের শুভ পরিণাম ও পুণ্যময় মৃত্যুর ১৯ আলামত উল্লেখ করেছেন। প্রতিটির সঙ্গেই তিনি কোরআন বা হাদিসের উদ্ধৃতি উপস্থাপন করেছেন। উদ্ধৃতি ছাড়া সংক্ষেপে এখানে তা তুলে ধরা হলো—এক. কালিমায়ে শাহাদাত পাঠ করে মৃত্যুবরণ করা। দুই. মৃত্যুর পর কপাল থেকে ঘাম বের হওয়া। তিন. পবিত্র জুমার রাত বা দিনে মৃত্যুবরণ করা। চার. যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করা। পাঁচ. আল্লাহর পথে গাজি হয়ে মৃত্যুবরণ করা। ছয়. কোনো মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। সাত. পেটের পীড়ায় মৃত্যুবরণ করা। আট. পানিতে ডুবে মৃত্যুবরণ করা। নয়. কোনো কিছু পতিত হওয়ায় মৃত্যুবরণ করা। দশ. সন্তান প্রসব করার সময় কোনো নারী মৃত্যুবরণ করা।

এগারো. আগুনে পুড়ে মৃত্যুবরণ করা। বারো. ফুসফুস (প্লুরিসি) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। তেরো. যক্ষ্মা ও ক্ষয়কাশে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। চৌদ্দ. ছিনতাইকারী ও লুণ্ঠনকারীর হাত থেকে বাঁচতে গিয়ে নিহত হওয়া। পনেরো. ধর্মের ব্যাপারে যেকোনো প্রতিরোধের মুখে পতিত হয়ে মৃত্যুবরণ করা। ষোলো. আত্মরক্ষার জন্য প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা। সতেরো. আল্লাহর পথে যুদ্ধের জন্য সারিবদ্ধ হওয়া অবস্থায় মৃত্যুবরণ করা। আঠারো. কোনো নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করা। উনিশ. অত্যাচারী শাসক অন্যায়ভাবে যাকে হত্যা করেছে। এ ছাড়া হজের ইহরাম বাঁধা অবস্থায় মৃত্যুবরণ করা। শেষ কাজ ইবাদত-বন্দেগিতে অতিবাহিত হওয়া ইত্যাদি সুন্দর মৃত্যুর নিদর্শন।

মহানবী (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এটাই হবে তার শেষ আমল, সে জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহর সন্তুষ্টির আশায় একদিন রোজা রাখবে এবং এটাই হবে তার শেষ আমল, সে জান্নাতে প্রবেশ করবে। যে আল্লাহর সন্তুষ্টির আশায় সদকা করবে এবং এটাই হবে তার শেষ আমল, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসনাদে আহমদ, ৫/৩৯১)

এ জন্য চেষ্টা করা চাই, যেন দিন ও রাতের শেষ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত ইবাদতের মাধ্যমে অতিবাহিত হয়।