• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

হত্যা মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

মুলাদীতে আব্দুর রব হত্যা মামলার আরও ৪ ডাকাতকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল রাত পৌনে ৪ টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের কানীবগীর চর এলাকার রাজীব চৌধুরীর ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আব্দুর রব হত্যা মামলার আসামি কামাল সরদার (৪০), জামাল সরদার  (৪৫), মানিক সরদার (৪৩)। এছাড়া চার ডাকাত সদস্যরা হলো, ভোলার চর মোনসা গ্রামের আলম মীর (৩৫), রামদাস পুরের জুয়েল ব্যাপারি (৩৫), কন্দ্রকপুর গ্রামের মেহেদি হাসান মাঝি (২২) সহ আরো একজন রয়েছে, তার নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গৌরবদী ইউনিয়নের কানীবগীর চর এলাকার রাজীব চৌধুরীর ঘর থেকে আব্দুর রব হত্যা মামলার তিন আসামিসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসময় চার ডাকাত সদস্যর কাছ থেকে দেশীয় ২টি পাইপ গান, ৩টি রামদা, ৪টি চাইনিজ কুড়াল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা মামলায় গ্রেফতার হওয়া জামাল ও কামাল সরদারের বিরুদ্ধে খুন,ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলেন ওসি। গ্রেফতারকৃত সকল আসামিদের আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে আব্দুর রব হত্যা মামলার আসামিরা গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও  এলকাবাসী আসামিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে।