• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

বঙ্গবন্ধুর কন্যা স্বাস্থ্য সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিয়েছে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা দৌড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য এই হাসপাতাল নির্মাণ করেছেন। প্রতিটি হাসপাতালে দরিদ্র লোকজনের জন্য বিনামুল্যে অষুধ বিতরণ করা হচ্ছে। এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে মানুষকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। ইউনিয়ন পর্যায় স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন একজন এমবিএস ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। এই আওয়ামীলীগ সরকারের সময় সকল পর্যায় উন্নয়ন হয়েছে। তাই আগামীতেও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। ১৫ সেপ্টেম্বর বিকেলে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উদ্বোধনীয় সভায় প্রতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানা গেছে, ২০২০ সালের মার্চ মাসে ৪ কোটি ৫হাজার ৩শত টাকা ব্যয়ে বানারীপাড়ার চাখারে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র নির্মানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে টেন্ডার আহবান করা হয়। টেন্ডারটি বরিশালের একটি ঠিকাদার প্রতিষ্ঠান পেয়ে তারা ২০২১ সালে জানুয়ারী মাসে কাজ শুরু করে সম্প্রতি হাসপাতালের নির্মাণ কাজ শেষ করে। ওই হাসপাতালটি ১৫ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় এমপি মো.শাহে আলম উদ্বোধন করান। উদ্বোধনীয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মহাসিন মিয়া, জেলা আওয়ামীলীগের আইন-বিষয়ক সম্পাদক ও পৌরমেয়র এ্যাড.সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড.মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক সুব্রত লাল কুন্ডু, পৌর আওয়ামীলীগ সাদারন সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শওকত আলীসহ প্রমুখ।