• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

বানারীপাড়ায় ইজিবাইক চালকে পিটিয়ে হত্যা মামলার আসামী গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

বরিশালের বানারীপাড়ায় ইজিবাইক চালক ছালাম বেপারীকে পিটিয়ে হত্যার মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, বানারীপাড়া থানা পুলিশ উপজেলার চাখার ইউনিয়নের বলহার গ্রামের আঃ ছালাম বেপারীর ইজিবাইকটি ২৭ আগষ্ট রাতে টহলের জন্য রিকুইজিশন নিয়েছিলেন। রাতে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। বরিশাল-বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়া অতিক্রমের সময় আসামীরা ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয় পেয়ে ছালাম দ্রুত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে আঘাত করে। এতে কাচ ভেঙে গেলে ছালাম গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। এসময় ওই এলাকার আলমগীর, আ.রব, ইমরান ও নাঈমসহ আসামীরা ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে মারধর করে গুরুতর আহত।

খবর পেয়ে পুলিশ এসে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত.ঘোষনা করেন। এঘটনায় নিহত ছালাম বেপারীর ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে ১৪জনের নাম করে অজ্ঞাতনামা আসামী করে ২৮ আগষ্ট রাতে হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার তিন নং আসামী বানারীপাড়া উপজেলা চৌয়ারীপাড়া এলাকার আ.রব হাওলাদারের ছেলে শিপন হাওলাদারকে ৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকার খিলগাঁও এলাকা থেকে র‌্যাব-৩ একটি দল গ্রেফতার করে বানারীপাড়া থানা ৪ সেপ্টেম্বর রাতেই হস্তান্তর করেন।

আজ মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, হত্যা মামলার  চার আসামীকে আগেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার তিন নং আসামীকে র‌্যাব-৩’র সদস্যরা ঢাকা থেকে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।