• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

বাবুগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ ২৮ আগস্ট সোমবার সকাল থেকে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক । দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন বাবুগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম খালেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহাম্মেদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ রত্তন আলী শরিফ বীর প্রতিক, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দসহ আরও অনেকে।

সকালে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বাবুগঞ্জ দোয়ারিকা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা ৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ২টি করে ফলজ-বনজ বৃক্ষের চারা প্রদান করেন। জেলা প্রশাসক আশ্রয়ণে ২টি গাছের চারা রোপণ করেন এবং আশ্রয়ণে বসবাস রত উপকার ভোগী এবং নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।

পরে রাসেদ খান মেনন স্কুল এন্ড কলেজ পরিদর্শন কালে শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ১টি গাছের চারা রোপণ করেন। সেখান থেকে দুপুর ১২ টায় মতবিনিময় সভার শুরুতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সকলের সাথে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। দুপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন সেখানে সিটিজেন চার্টারের উদ্বোধন করেন এবং ভূমি অফিসের স্টাফদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক।