• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

উজিরপুরে কম খরচে কম্বাইন হারভেক্টারের মাধ্যমে ইরি-বোরো ধান কর্তন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ মে ২০২৩  

বরিশালের উজিরপুরের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি বছর ১৩হাজার ৬শত হেক্টর জমিতে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে উপজেলার প্রায় ১১হাজার ৭শত কৃষক পরিবার খুশি হয়েছে। কৃষকরা স্বল্প মুল্যে কম্বাইন হারভেক্টার মেশিন দিয়ে ক্ষেতের পাতা ধান কর্তন করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ১৩ হাজার ৬শত হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। তবে কৃষকরা জানান এর চেয়ে বেশী জমিতে ইরি-বোরো চাষ রোপন করা হয়েছে। বর্তমানে কৃষকরা ক্ষেতের পাকা ধান স্বল্প মুল্যে কম্বাইন হারভেক্টার মেশিন দিয়ে কাটার আনন্দে রয়েছে। আবহাওয়া ভাল থাকায় চলতি বছর ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

কৃষক সুমন ঘরামী, ইলিয়াস মিয়া, আ.হাকিম মোল্লা বলেন, উপজেলায় অন্য বছরের চেয়ে বেশী জমিতে ইরি ধান চাষ করা হয়েছে। আবাদকারী কৃষকরা ধান কাটার জন্য ইতিমধ্যে ফরিদপুর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, শরীয়তপুর, রাজবাড়িসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটতে শ্রমিকরা দল বেধে এসেছে। ধান কাটা শুরু হয়ে গেছে। চলতিবছর ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে আমরা খুশি হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সম্প্রসারণ কর্মকর্তা জানান, ইরি-বোরো ধান চাষের জন্য সরকার থেকে বীজ সহায়তা ও প্রণোদনার আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭হাজার ৮শত কৃষককে ২ কেজি করে হাইব্রীড ধান বীজ ও ৩ শত জনকে উফসী বীজ ও ২০ কেজি করে সার সহায়তা দেওয়া হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩হাজার ৬শত হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তবে তার চেয়ে বেশী ইরি বোরো ধান চাষাবাদ হয়েছে উজিরপুর উপজেলায়। এর মধ্যে আগাম চাষ হয়েছিল ৪শত ৯৬ হেক্টর জমি। চাষাবাদকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫হাজার ৩শত ৮০ মেট্রিক টন চাল। ফলনও বাম্পার হয়েছে। ইতিমধ্যে ক্ষেতের ৬০ ভাগ পাকা ধান কাটা হয়ে গেছে। ক্ষেতে ৪০ ভাগ পাকা ধান রয়েছে।  আবহাওয়া অনুকুলে থাকলে ৫দিনের মধ্যে ক্ষেতের সকল ধান কাটা শেষ হবে।