• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

উজিরপুরে কম খরচে কম্বাইন হারভেক্টারের মাধ্যমে ইরি-বোরো ধান কর্তন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ মে ২০২৩  

বরিশালের উজিরপুরের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি বছর ১৩হাজার ৬শত হেক্টর জমিতে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে উপজেলার প্রায় ১১হাজার ৭শত কৃষক পরিবার খুশি হয়েছে। কৃষকরা স্বল্প মুল্যে কম্বাইন হারভেক্টার মেশিন দিয়ে ক্ষেতের পাতা ধান কর্তন করছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে ১৩ হাজার ৬শত হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। তবে কৃষকরা জানান এর চেয়ে বেশী জমিতে ইরি-বোরো চাষ রোপন করা হয়েছে। বর্তমানে কৃষকরা ক্ষেতের পাকা ধান স্বল্প মুল্যে কম্বাইন হারভেক্টার মেশিন দিয়ে কাটার আনন্দে রয়েছে। আবহাওয়া ভাল থাকায় চলতি বছর ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

কৃষক সুমন ঘরামী, ইলিয়াস মিয়া, আ.হাকিম মোল্লা বলেন, উপজেলায় অন্য বছরের চেয়ে বেশী জমিতে ইরি ধান চাষ করা হয়েছে। আবাদকারী কৃষকরা ধান কাটার জন্য ইতিমধ্যে ফরিদপুর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, শরীয়তপুর, রাজবাড়িসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটতে শ্রমিকরা দল বেধে এসেছে। ধান কাটা শুরু হয়ে গেছে। চলতিবছর ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে আমরা খুশি হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সম্প্রসারণ কর্মকর্তা জানান, ইরি-বোরো ধান চাষের জন্য সরকার থেকে বীজ সহায়তা ও প্রণোদনার আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭হাজার ৮শত কৃষককে ২ কেজি করে হাইব্রীড ধান বীজ ও ৩ শত জনকে উফসী বীজ ও ২০ কেজি করে সার সহায়তা দেওয়া হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩হাজার ৬শত হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তবে তার চেয়ে বেশী ইরি বোরো ধান চাষাবাদ হয়েছে উজিরপুর উপজেলায়। এর মধ্যে আগাম চাষ হয়েছিল ৪শত ৯৬ হেক্টর জমি। চাষাবাদকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫হাজার ৩শত ৮০ মেট্রিক টন চাল। ফলনও বাম্পার হয়েছে। ইতিমধ্যে ক্ষেতের ৬০ ভাগ পাকা ধান কাটা হয়ে গেছে। ক্ষেতে ৪০ ভাগ পাকা ধান রয়েছে।  আবহাওয়া অনুকুলে থাকলে ৫দিনের মধ্যে ক্ষেতের সকল ধান কাটা শেষ হবে।