• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

বরিশালের দুই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মনির-যতীন্দ্র

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের বরিশালের গৌরনদী ও আগৈলজাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মনির হোসেন ও যতীন্দ্র নাথ মিস্ত্রী। এদের মধ্যে মোঃ মনির হোসেন মিয়ার প্রতীক কাপ-পিরিচ ও যতীন্দ্র নাথ মিস্ত্রীর প্রতিক দোয়াত-কলম।

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গৌরনদী উপজেলার ৬৯টি এবং আগৈলজাড়া উপজেলার ৬০টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলা পরিষদের মিলনায়তনে রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্টরা।

গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন মুন্সী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার নির্বাচিত হন।

এদিকে আগৈলজাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সঞ্জয় বাড়ৈ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাফিজা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোসেন পেয়েছেন ৪০ হাজার ৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছুর রহমান হারিছ পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট।

অন্যদিকে আগৈলজাড়ায় চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী পেয়েছেন ২৬ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত পেয়েছেন ২৫ হাজার ৮৬৯ ভোট।