• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

হিজলা ও মুলাদী উপজেলায় কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি বেড়েছে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ মে ২০২৪  

শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের হিজলা ও মুলাদীতে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে একযোগে এ দুই উপজেলার ১৩ টি ইউনিয়নের ১২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

সকালের প্রথম দুই ঘণ্টায় তেমন একটা ভোটার উপস্থিতি লক্ষ্য করা না গেলেও মুলাদীর অনেক কেন্দ্রেই সকাল ১০ টা থেকে ভোটারদের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একই অবস্থার কথা জানিয়েছেন পার্শ্ববর্তী হিজলা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণকারী সাংবাদিকরা।

মুলাদী সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা কুলসুম জানান, সকালে নাস্তা তৈরিসহ বাড়ির কাজ করতে সেরেছি। আর এখন ভোট দিতে এসেছি। বুঝছিলাম শুরুতে চাপ থাকবে কিন্তু এখন দেখছি ভোটারদের চাপ।

লিজা নামে অপর এক ভোটার বলেন, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি এতেই খুশি। কেউ কোনো বাধাও দেয়নি, এমনকি কাকে ভোট দেব সে বিষয়েও কোনো চাপ ছাড়া ভোট দিয়েছি।

৬০ বছরের বৃদ্ধা মরিয়ম বেগম বলেন, অনেক বছর পরে এইবার বাড়িতে গিয়ে প্রার্থীরা নিজের জন্যে ভোট চেয়েছেন। তাদের সম্মানে ভোটটা দিতে এসেছিলাম। ভালোভাবে দিয়েছিও।  

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসাররাও আশাবাদী।  

যদিও রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘড়াই জানিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।  

জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।  

উল্লেখ্য হিজলা ও মুলাদী উপজেলায় এক জন করে হিজড়া ভোটার রয়েছে। আর এ দুই উপজেলায় মোট ভোটার তিন লাখ পাঁচ হাজার ১৬৯। যার মধ্যে এক লাখ ৪৮ হাজার ১৪১ জন নারী ভোটার রয়েছে।