• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
শেখ হাসিনার মানবাধিকারের বড় দৃষ্টান্ত ১০ লাখ রোহিঙ্গা পুনর্বাসন নির্বাচন বানচালে সহিংসতা, মিথ্যাচার করছে বিএনপি-জামায়াত: জয় ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এদেশে মানবাধিকার বলে কিছু ছিলো না’ ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী

তফসিলের প্রতিবাদে জামাত-শিবিরের মিছিল থেকে ৭ জন গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

বরিশালের উজিরপুরে তফসিল ঘোষনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে জামাত-শিবিরের নেতাকর্মীরা মিছিল করার সময় পুলিশ তাদের মিছিল পন্ড করে দিয়ে ৭ জনকে গ্রেফতার করেছেন। ত্রঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধ্যায় পরে উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক স্থানে জামাত-শিবিরের নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ খবর পেয়ে উজিরপুর থানার ওসি মো. জাফর আহম্মেদের নেতৃত্বে ঘটনাস্থলে এসে ধাওয়া করে তাদের মিছিল পন্ড করে দিয়ে ৭ জামাত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে।

তারা হলেন, উজিরপুর উপজেলার মশাং গ্রামের মৃত.মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম(২১), মো.মোক্তার হোসেন সিকদারের ছেলের গোলাম কিবরিয়া(২৫), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির(২০), একই গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম(১৭), খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার(২২), বরিশাল সদর থানার হারুন আর রশিদ আকনের ছেলে মেহেদী হাসান(২১), বাগেরহাট জেলার মৃত.মাসুম বিল্লাহ’র ছেলে সাঈদ হাওলাদার (২৫)কে গ্রেফতার করেন পুলিশ।

এঘটনায় উজিরপুর মডেল থানার এসআই মেদেহী হাসান বাদী হয়ে ১৬ নভেম্বর রাতে তাদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

এব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো.জাফর আহম্মেদ বলেন, নির্বাচন কমিশনের তফসিলের প্রতিবাদে জামাত-শিবিরের নেতা-কর্মীরা নতুন শিকারপুর সামক স্থানে প্রতিবাদ মিছিল করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের মিছিল পন্ড করে জামাত-শিবিরের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে তাদের বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।