• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

একসঙ্গে দুটি নৌ মহড়া শুরু রাশিয়ার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

বাল্টিক সাগরে পশ্চিমা বিশ্বের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর নৌ মহড়া শুরুর একদিন পর পাল্টা নৌ মহড়া শুরু করেছে মস্কো। এছাড়া জাপান সাগর ও ওখটস্ক সাগরেও পৃথক নৌ মহড়া শুরু করেছে রুশ নৌবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রোববার (৪ জুন) বাল্টিক সাগরে নৌ মহড়া শুরু করেছিল মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট। এর জবাবেই অঞ্চলটিতে পাল্টা মহড়া শুরু করে রাশিয়া। যদিও মস্কো জানিয়েছে, সম্মুখ যুদ্ধে নিজেদের সক্ষমতা যাচাই ও নৌসেনাদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হয়েছে এসব নৌ মহড়ার।

মহড়ার বিষয়ে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ন্যাটোর পক্ষ থেকে মহড়ায় ৬ হাজার সেনা, ৫০টি যুদ্ধজাহাজ এবং ৪৫টিরও বেশি বিমান অংশ নিচ্ছে। জোটের সদস্য হিসেবে ফিনল্যান্ড প্রথমবারের মতো অংশ নিচ্ছে।

বাল্টিক সাগরে নৌ মহড়ার বিষয়ে রাশিয়ার সশস্ত্রবাহিনী জানিয়েছে, তাদের ৪০টি যুদ্ধজাহাজ, ২৫টি বিমান এবং প্রায় সাড়ে ৩ হাজার সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়াটি চলবে ১৫ জুন পর্যন্ত।

এছাড়া সোমবার (৫ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগর ও ওখটস্ক সাগরে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে দেশটি। আগামী ২০ জুন পর্যন্ত চলা এ মহড়ায় অংশ নিচ্ছে ১১ হাজারের বেশি নৌসেনা। ৬০টির বেশি যুদ্ধজাহাজ ও সহায়তাকারী নৌযান ছাড়াও এ মহড়ায় অংশ নিচ্ছে রুশ নৌবাহিনীর ৩৫টি যুদ্ধবিমান।
 
সামরিক বিশ্লেষকরা বলছেন, ন্যাটো জোটকে প্রতিহত করা ও ইউক্রেনকে কোণঠাসা করতে এটি রাশিয়ার নৌ শক্তি ব্যবহারের চেষ্টা। এজন্য দেশটি একসঙ্গে দুটি নৌ মহড়া শুরু করেছে।
 
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর সম্প্রতি প্রথমবারের মত দেশের অভ্যন্তরে ইউক্রেনের হামলার শিকার হচ্ছে রাশিয়া। তাই সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কিয়েভকে কোণঠাসা করতে এবার নৌ শক্তি ব্যবহার করতে যাচ্ছে মস্কো।