• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

কিডনি ফেইলিওর হলে আগে টের পাবেন যেসব লক্ষণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪  

ইদানীং দেখা যাচ্ছে হঠাৎ করেই কিডনির সমস্যা তৈরি হচ্ছে। চোখেমুখে সুস্থতা দেখা গেলেও কিডনির অবস্থা নাজেহাল। তখন কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার কিডনির অবস্থা আসলে খুব একটা ভালো পর্যায়ে নেই। শরীরে কিডনির প্রধান কাজ হলো পরিশোধন করা। কিন্তু শরীরের কোনও রোগের কারণে, যখন উভয় কিডনি তাদের স্বাভাবিক কাজ করতে অক্ষম হয়, তখন সেই অবস্থায় কিডনি ব্যর্থ হয়।

রক্তের মধ্যে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া পরিমাণ পরীক্ষা করে কিডনি ফাংশন শনাক্ত করা যেতে পারে। যদিও কিডনি ধারণক্ষমতা অন্যান্য শরীরের অংশের তুলনায় বেশি তাই এর অল্প ক্ষতি হলেও রক্ত পরিকার মাধ্যমে ধরা পড়ে না। কিন্তু যখন কিডনিগুলিতে ৫০ শতাংশেরও বেশি রোগের কারণ দেখা দেয়, তখন রক্ত পরীক্ষায় রক্তে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়, যা কিডনি ক্ষতির লক্ষণগুলোর মধ্যে অন্যতম।

কিডনি ফেইলিওর-এর লক্ষণ-

১. আপনি যদি প্রায় ক্রমাগত বমি করেন, আর বমির একটি ভাব সবসময় থাকে তাহলে ধরে নিতে পারেন কিডনির কোনো সমস্যা রয়েছে। এবং তা খারাপের দিকে।

২. ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করা কিডনি দুর্বলতার সংকেত।

৩. আপনার চোখে ঘুম নেই কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না তখন এটি দুশ্চিন্তার কারণ।
৪. প্রধান যে সমস্যা দেখে আপনি ধারণা করবেন তা হলো, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া। এটি কিডনির ক্ষতির লক্ষণ।

৫. ব্রেন ঠিক ভাবে কাজ না করা বা কোন বিষয় বুঝতে সমস্যা হওয়া কিডনির ক্ষতির লক্ষণ হতে পারে।

৬. পেশীর মধ্যে টান কিডনি ক্ষতির একটি ইঙ্গিত।

৭. পা এবং গোড়ালিতে ফুসকুড়ি হওয়া কিডনি ব্যর্থতার একটি লক্ষণ।

বিশেষজ্ঞরা বলছেন, পানি কম খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আবার খুব বেশি লবণ খাওয়ার ফলে কিডনির সমস্যা হয়।
যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে এবং আপনি যদি চিকিৎসার ক্ষেত্রে আগ্রহী না হন তবে তার সরাসরি প্রভাব আপনার কিডনিতে পড়তে পারে। ব্যথার ওষুধ নিয়মিত গ্রহণ করলে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।