• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

ফেসবুকে হা হা রিয়্যাক্ট দেওয়ায় ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হা হা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় জিহাদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) রাতে জেলা শহরের মজিদপাড়া এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য জিহাদকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপড়া এলাকার মহিদুলের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার তারাবির নামাজের পর স্থানীয় কিশোর গ্যাং আকাশ গ্রুপ ও আশরাফ গ্রুপের মাঝে ফেসবুকে হা হা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে আরও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে এই ঘটনার পরই চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে ১৫ জনের নাম উল্লেখ করে ও আরও ২০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী জানান, বিভিন্ন সূত্র ধরে জিহাদকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।  

এর আগে রোববার (২৬ মার্চ) রাতে শহরে নিমতলা এলাকায় আতঙ্ক ছড়াতে পরপর আটটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাজা আরও চারটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।