• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ জুন ২০২৪  

সাধারণত হাতের আঙুল দিয়েই কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা হয়। কিন্তু কেউ কেউ কৌতূহলের বশে বা শারীরিক প্রতিবন্ধকতার জন্য এক্ষেত্রে পায়ের আঙুল ব্যবহার করে। তবে কেবল কৌতূহলের বশেই এবার এক ভারতীয় হাত ও পা-এর বদলে নাক দিয়ে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়েছেন।

রোববার (২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৩১ মে) ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী (৪৪) টানা তৃতীয়বারের মতো নিজের করা পূর্বের সব বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে দ্রুততম সময়ে নাক দিয়ে টাইপ করে অবাক করেছেন বিশ্বকে।

প্রতিবেদনে বলা হয়, বিনোদ কুমার এর আগেও একইভাবে কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো নাক দিয়ে টাইপ করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন। সে সময় কিবোর্ডে তার টাইপের গতি ছিল ২৭.৮ সেকেন্ড।

দ্বিতীবার তিনি আরও কম সময়ে নিজের করা বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে মাত্র ২৬.৭৩ সেকেন্ডের টাইপিং স্পিড নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন। সর্বশেষ গত শুক্রবার (৩১ মে) তিনি যখন বিশ্ব রেকর্ড গড়লেন, তখন তার টাইপের গতি ছিল মাত্র ২৫.৬৬ সেকেন্ড, যা তার আগের করা সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেছে। এতে দেখা যায়, বিনোদ কুমার তার নাককে কিবোর্ডের কাছে লাগিয়ে দ্রুতগতিতে ইংরেজি বর্ণ টাইপ করে যাচ্ছে। ভিডিওটি  বিনোদের দ্বিতীয়বারের মতো নাক দিয়ে টাইপ করে বিশ্ব রেকর্ড গড়ার সময়কার।

এ প্রতিভার জন্য বিনোদ ভারতজুড়ে ‘টাইপিং ম্যান’ নামে ব্যাপক পরিচিত।