• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

একদিনেই সম্পদ বাড়ল ২৮ বিলিয়ন ডলার, বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী জাকারবার্গ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেডসের মাতৃপ্রতিষ্ঠান মেটার গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর) আয় ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এতে কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদমূল্য বিদ্যুৎগতি বেড়েছে। যা তাকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে আসীন করেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে মেটার আয়ের পরিমাণ বেড়েছে। তাই প্রথমবারের মতো শেয়ারপ্রতি লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধিত শেয়ারহোল্ডারদের আগামী ২৬ মার্চ শেয়ারপ্রতি শূন্য দশমিক ৫০ ডলার ত্রৈমাসিক লভ্যাংশ দেয়া হবে। এ ঘোষণার পরপরই শুক্রবার মেটার শেয়ারগুলোর দাম লাফিয়ে ২০ শতাংশ বেড়ে যায়।

একদিনেই মেটার স্টক রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মার্ক জাকারবার্গের সম্পদ বেড়েছে ২৮ বিলিয়ন ডলার। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এই প্রতিবেদন লেখার সময়ে অবধি ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের মোট সম্পদমূল্য ১৭০ বিলিয়ন ডলার। ফলে বিল গেটসকে হটিয়ে তিনিই বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি। 

ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুসারে, কোম্পানির প্রায় ৩৫০ মিলিয়ন শেয়ারের মালিক মার্ক জাকারবার্গ। কাজেই যদি না তিনি কোম্পানিটিতে থাকার স্টক আরও বিক্রি বা ক্রয় না করেন এবং ত্রৈমাসিকের লভ্যাংশের স্তর একই থাকে, তাহলে কোম্পানির লভ্যাংশ থেকেই বছরে মার্ক জাকারবার্গ পাবেন প্রায় ৭০০ মিলিয়ন ডলার। 

তবে ব্লুমবার্গের সঙ্গে ফোর্বসের তথ্যের কিছুটা ভিন্নতা রয়েছে। এই প্রতিবেদন লেখার সময়ে অবধি ফোর্বসের দ্য রিয়াল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুসারে, মার্ক জাকারবার্গের সম্পদমূল্য ১৬৭ দশমিক ২ বিলিয়ন ডলার।