• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

বিমানে ৬ ঘণ্টা দাঁড়িয়ে স্ত্রীকে ঘুমাতে দিলেন স্বামী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

বিমানের আসনে নিজে বসেননি। আসন ধরে দাঁড়িয়ে আছেন। আর স্ত্রীকে ঘুমাতে দিয়েছেন নিজের আসনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছেন অপলক। সম্প্রতি এমন একটি ছবি পোস্ট করা হয়েছে এক্সে (সাবেক টুইটার)। পোস্ট করার পর থেকেই ছবিটি ঘিরে চলছে তুমুল আলোচনা।

কোর্টনি লি জনসন নামের আইডি থেকে শুক্রবার ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখেন, এই মানুষটি টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকে স্ত্রীকে ঘুমাতে দিয়েছেন। এখন এটাই ভালোবাসা।

‘এই ভদ্রলোক টানা ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। যাতে তার স্ত্রী ঘুমাতে পারে। এখন এটাই ভালোবাসা’–এর মধ্য দিয়ে ফটোগ্রাফার দেখাতে চেয়েছেন একজন সিনিয়র ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যাতে বিমানের তিনটি আসনের জায়গা নিয়ে ঘুমাতে পারে তার স্ত্রী।

এমন পোস্ট দেয়ার পর ছবিটিতে প্রায় ১৫ হাজার লাইক পড়েছে। কমেন্ট হয়েছে হাজারের মতো। তবে ‘এটাই এখন ভালোবাসা’–জনসনের এমন মন্তব্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন এক্স ব্যবহারকারীরা। ভালোবাসা নিয়ে অনলাইনে নিজের মতামত তুলে ধরেছেন অনেকেই।

অনেক নেট ব্যবহারকারী জনসনের ভালোবাসার সংজ্ঞার সঙ্গে একমত হতে পারেননি। তাদের অভিমত, ভদ্রলোকের স্ত্রী একজন স্বার্থপর মানুষ। তিনি নিজে ঘুমিয়ে স্বামীকে টানা ৬ ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছেন। অনেকে আবার ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। ভদ্রলোকের অভিব্যক্তিকে কারো কারো কাছে রোমান্টিক বলে মনে হয়েছে।

তবে এর প্রতিক্রিয়ায় বেশির ভাগ মানুষই যা লিখেছেন, তা হলো স্ত্রী তার স্বামীর কোলে মাথা রেখে ঘুমাতে পারত। কেউ কেউ স্ত্রীকে সেলফিশ উল্লেখ করে পোস্ট দিয়েছেন। ছবিটি বিস্ময় জাগিয়েছে এমন মানুষের সংখ্যাও কম নয়। তারা প্রশ্ন তুলেছেন, বিমানে একজন মানুষ কীভাবে ৬ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারে? বিমান ক্রুরা তা মানবেনই-বা কেন? ছবিটি আসল না নকল তা নিয়েও প্রশ্ন অনেকের। একজন মন্তব্য করেছেন, যা মানুষকে ভোগায় তা ভালোবাসা হতে পারে না। তবে পুরো বিষয়টি অনেকের কাছে মিষ্টি বলে মনে হয়েছে।