• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী

কথার ছলে ভক্তের ‘চুমু’, হতভম্ব অভিনেত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

কথা বলতে বলতে কাছাকাছি এসে জড়িয়ে ধরে অভিনেত্রীকে 'চুমু' দিয়ে বসেছেন এক ভক্ত। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে। এমন কাণ্ডে হতবাক হয়েছেন ঢালিউডের নায়িকা শিরীন শিলা।

মঙ্গলবার (২৩ মে) দিনভর সেই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দেখা গেছে। এর আগে সোমবার (২২ মে) দুপুরে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিংয়ের সেটে এমন ঘটনা ঘটে।

এ বিষয়ে অভিনেত্রী শিরীন শিলা বলেন, ‘আমার নতুন সিনেমা ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিং করতে আমরা ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার না কি বাবা-মা কেও নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে সমবেদনা জানাই। এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। ’

তিনি বলেন, ‘কিন্তু পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে না কি কখনো গাড়িতে চড়েনি, তাই আজ আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন একটি ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি। ’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমরা অভিনেত্রী। আমাদের কাজের মূল লক্ষ্য দর্শকদের আনন্দ দেওয়া। তাই আমরা সবসময় দর্শকদের ভালোবাসা পেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সেজন্য কখনো কোনো ভক্ত কোনো আবদার করলে সেটি পূরণ করার চেষ্টা করি। কিন্তু আজকের এই ঘটনাটি আমার জন্য চরম বিব্রতকর। ছেলেটিকে দেখে আমার মায়া হওয়ায় তাকে কাছে টেনে নিয়েছিলাম। তবে সে যে কাজটা করল, এতে মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে গেল। এখন থেকে মানুষকে সহজে বিশ্বাস করব না। ’

শিরীন শিলা বর্তমানে পরিচালক অপূর্ব রানার থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘দ্য রাইটারের’ আউটডোর শুটিংয়ে ব্যস্ত। এটিতে অভিনয় করছেন অভিনেতা আদর আজাদ। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে নায়িকার অভিনয় করছেন শিরিন শিলা। থ্রিলারধর্মী এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক।