• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

শুক্রবার মুক্তি পাচ্ছে না ‘অ্যানিমেল’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

রণবীর কাপুরের বাংলাদেশি ভক্তদের জন্য খবরটা মন খারাপের বটে। কেননা গত ক’দিন ধরেই জোর চর্চা চলছিল, ভারত ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের আবেদনের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে ছবিটি অনুমতিও পেয়েছে।

কিন্তু বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ জানা গেলো, শুক্রবার (১ ডিসেম্বর) দেশে মুক্তি পাচ্ছে না ছবিটি। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানালেন, ছবিটি এখনও সেন্সরে জমাই পড়েনি। ছাড়পত্র তো আরও পরের বিষয়।

এই ফাঁকে বলা জরুরি, তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেও দেশে কোনও সিনেমা মুক্তি দিতে হলে সেন্সর বোর্ডে তা প্রদর্শনপূর্বক ছাড়পত্র নেওয়া আবশ্যক।

‘অ্যানিমেল’ মুক্তি প্রসঙ্গে খসরু বললেন, ‘আমরা এখনও ছবিটি হাতে পাইনি। দেশে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতির পর বিভিন্ন কাগজপত্রের কিছু বিষয় থাকে। তারা (আমদানিকারক) হয়তো এখনও সেটি প্রস্তুত করতে পারেনি। সুতরাং শুক্রবার ছবিটা দেশে মুক্তি পাচ্ছে না, এটা কনফার্ম।’

এদিকে মুক্তি উপলক্ষে দেশের কিছু প্রেক্ষাগৃহে ‘অ্যানিমেল’র অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়ে গেছে। সেসব টিকিটের তারিখ-প্রদর্শনী আপাতত পিছিয়ে দেওয়া ছাড়া উপায় নেই।

‘অ্যানিমেল’র বাংলাদেশ সফরের নেপথ্যে রয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এনেছিলেন। এর মধ্যে ‘জাওয়ান’ ভারতের সঙ্গে একই সময়ে মুক্তি দিতে পারলেও ‘পাঠান’র ক্ষেত্রে অনেক বিলম্ব হয়েছিল। এবার রণবীর কাপুরের ‘অ্যানিমেল’র পালা; কবে নাগাদ দেশের বড় পর্দায় ওঠে ছবিটি, তা দেখার অপেক্ষায় দর্শক।

উল্লেখ্য, মোটা অংকের বাজেটে ‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।