• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা

পরীক্ষামূলক উৎপাদনে দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্র

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ মে ২০২৩  

কক্সবাজারে নির্মিতব্য দেশের প্রথম বায়ু বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।

নবায়নযোগ্য জ্বালানির অন্যতম উৎস বায়ু। বাংলাদেশের মোট ৭২৪ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল বায়ুবিদ্যুৎ উৎপাদনের জন্য উপযুক্ত ক্ষেত্র। এখানে দূষণমুক্ত শক্তিটি উৎপাদনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তাই দেশে পরিবেশবান্ধব বিদ্যুৎ বা ক্লিন এনার্জির ক্ষেত্র সম্প্রসারণের জন্য এগিয়ে এসেছে সরকার।

কক্সবাজার সমুদ্র উপকূলে চলছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের প্রথম ও বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ। পরিবেশবান্ধব বিদ্যুৎ ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকূলবর্তী ৩টি ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে ২২টি টারবাইন। এরই মধ্যে শেষ হয়েছে ১০টি। যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ৩ মেগাওয়াট।

পরীক্ষামূলকভাবে ১০টি টারবাইনে উৎপাদিত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী কয়েকদিনের মধ্যে যুক্ত হবে জাতীয় গ্রীডে। আর চলতি বছরের ডিসেম্বরে যুক্ত হবে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ। কক্সবাজারে বায়ু বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-ডিকে গ্রিন এনার্জি লিমিটেড।

প্রকল্প কর্মকর্তা ইউএস-ডিকে গ্রীন এনার্জি লিমিটেডের পরিচালক সাজিদ রহমান বলেন, বায়ু বিদ্যুৎ ক্লিন এনার্জি সবরাহের পাশাপাশি উপকূলীয় এলাকার উন্নয়ন সাধনও করছে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম খান বলেন, নভেম্বরের মধ্যেই শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এ ছাড়াও এটি সম্প্রসারণ করে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাব পাঠানো হয়েছে। চলমান প্রকল্পটি শেষ হওয়ার আগেই অনুমোদন পেয়ে গেলে সেটির কাজও শুরু করা হবে।

এদিকে সফল প্রকল্প হওয়ায় সরকার প্রস্তাবটি বিবেচনায় নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরী। তিনি বলেন, এটি বাংলাদেশের প্রথম সফল টারবাইনভিত্তিক প্রকল্প। খুরুশকুলের এই প্রকল্পে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সম্প্রসারণের প্রস্তাব বিবেচনায় রয়েছে।