• বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

প্রথমবার আশ্রয়ণ প্রকল্পে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আবাসন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

বিস্তীর্ণ সবুজের মাঠ। এর মাঝে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর। রঙিন চালের এসব ঘরেই নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কয়েকজন। বাবা-মা ও পরিবার পরিজন থেকে বিচ্যুত এসব মানুষকে এখন থেকে কিছুদিন আগেও মানুষের বাড়িতে ভাড়া থাকতে খুঁজতে হতো ঘর। তবে তৃতীয় লিঙ্গের অবহেলিত এসব মানুষকে নানা অজুহাতে ঘর ভাড়া দিতে অস্বীকৃতি জানাত সবাই। ফলে অনিশ্চিত গন্তব্যে দিন কাটত তাদের।

তাদের সেই কষ্ট লাঘব হয়েছে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে। ফলে তৃতীয় লিঙ্গের এসব মানুষজন খুঁজে পেয়েছে তাদের নিজস্ব ঠিকানা।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে গড়ে উঠেছে এই আবাসন। সেখানে ঠাঁই হয়েছে তৃতীয় লিঙ্গের ৫ জন মানুষের। এখন আর মানুষের বাড়িতে বসবাসের ঠাঁই খুঁজতে হবে না তাদের। নতুন বাড়ি পেয়ে স্বপ্নের ঘর সাজাতে ব্যস্ত তারা। পরিবর্তন করতে চান নিজেদের ভাগ্যের চাকা। এতে খুশি সমাজের অবহেলিত এই মানুষ।

উপজেলা প্রশাসনের তথ্য বলছে, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামে প্রথমবারের মতো ৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে ঘর প্রদানের মধ্য দিয়ে গড়ে উঠেছে আবাসন। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

সেখানে ঘর পাওয়া তৃতীয় লিঙ্গের আমজাদ বলেন, আগে মানুষের বাড়িতে ভাড়া থাকার জন্য ঘুরে বেড়াতাম। কেউ ঘর ভাড়া দিত না। দুরদুর করে তাড়িয়ে দিত। এভাবেই দিন চলত আমাদের।

পেটের দায়ে তারা বাজারের দোকানে গিয়ে একটি-দুটি করে শাকসবজি চেয়ে নিত। হাত পাততো রাস্তাঘাট কিংবা যানবাহনে। তবে নতুন ঘর পেয়ে তারা সেখানে কবুতরসহ বিভিন্ন পশুপাখি পালনে মনোনিবেশ করেছেন। নিজ বাড়ির উঠোনে গড়ে তুলছেন ফলমূল ও শাকসবজির বাগান। তারা সবাই ব্যস্ত নতুন জীবন সংগ্রামে। মানুষের উপহাস কিংবা ঘৃণার পাত্র না হয়ে নিজেরা হতে চান স্বাবলম্বী।

তৃতীয় লিঙ্গের শিলা বলেন, নতুন ঘর পাওয়ার পর কবুতরের খামার তৈরি করেছি। আস্তে আস্তে হাঁস-মুরগি পালন শুরু করব। মানুষের কাছে আর হাত পাততে চাই না। নিজেরাই কিছু করে দেখাতে চাই।

তৃতীয় লিঙ্গের এসব মানুষ এখন কেবল ভরসা বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান। কোন অনুষ্ঠানের খবর পেলে তারা ছুটে যায় সেখানে। গান গেয়ে কিংবা নাচ দেখিয়ে কিছু টাকা উপার্জন করে খেয়ে না খেয়ে কষ্টে চলছে তাদের জীবন। সরকারের কাছে তাদের জন্য কর্মস্থান সৃষ্টির দাবি জানিয়েছে সমাজের অবহেলিত এই মানুষ।

তৃতীয় লিঙ্গের কাজলী বলেন, আমাদের মাঝে অনেক পরিবর্তন এসেছে। আমরা রাস্তাঘাটে মানুষের সঙ্গে আর খারাপ ব্যবহার করি না। এখন শুধু এলাকার বিয়েবাড়ি, আকিকা, অন্নপ্রাশনসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ-গান দেখাই। বিনিময়ে খুশি করে যে যা দেয়, তা দিয়েই কষ্টে আমাদের দিন যাচ্ছে। সরকারের কাছে দাবি থাকবে আমাদের একটা কর্মসংস্থান করলে আমরা আরও উপকৃত হতাম।

শুধু ঘর প্রদান নয়, তৃতীয় লিঙ্গের এসব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, আমরা তৃতীয় লিঙ্গের এসব মানুষদের ঘর নিশ্চিত করতে পেরেছি। আগামী দিনে সরকারিভাবে আরও সহযোগিতার করা হবে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম বলেন, সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নির্দিষ্ট একটি জায়গায় বসবাসের ব্যবস্থা হওয়ায় সমাজে স্বস্তি ফিরেছে। পর্যায়ক্রমে ঘোড়াঘাট উপজেলার তৃতীয় লিঙ্গের সবাইকে সুশৃঙ্খল পল্লীতে বসবাসের ব্যবস্থা করাসহ তাদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনা হবে।