• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

হত্যা মামলার পলাতক ৫ আসামী গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

পিরোজপুরের মঠবাড়িয়ায় তানিয়া আক্তার খাদিজা (৩৭) নামে ৩ সন্তানের জননীকে হত্যা মামলায় পলাতক প্রধান আসামী স্বামী কামরুল মৃধাসহ ৫ পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। র‌্যাব সদস্যরা ঢাকার মেরুল বাড্ডা থেকে রোববার রাতে তাদের প্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- কামরুল মৃধার ভগ্নিপতি সাপলেজা গ্রামের কালু মোল্লা, ভাগ্নে সজীব মোল্লা, বোন বেবী আক্তার ও হনুফা বেগম। কামরুল মৃধা উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে। এর আগে এ মামলার তদন্তকারি কর্মকর্তা মঠাবড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ গত ২৮ মে রোববার ভোর রাতে উপজেলার সোনাখালী গ্রামের নিজ বাড়ি থেকে রশিদ হাওলাদারের ছেলে জয়নাল নামে একজনকে গ্রেপ্তার করেন।

মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত তানিয়া আক্তার খাদিজার স্বামী কামরুল খুলনায় থেকেই ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর নিজ বাড়িতে আসেন। পরিবারিক বিষয়ে প্রায়ই খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়া হতো। ওই বিরোধের জেরে গত ১০ মে‘২৩ (বুধবার) দিবাগত রাতে পরিকল্পিত ভাবে খাদিজাকে হত্যা করা হয়। এঘটনায় নিহত খাদিজার মা হেনোয়ারা বেগম বাদি হয়ে নিহতের স্বামী কামরুল মৃধাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে ১৯ মে শুক্রবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কামরুল মৃধা উপজেলার ওই উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার পুত্র। তারা পরষ্পর মামাতো ফুফাতো ভাইবোন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে ৫ জুন সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ৮ আসামীর মধ্যে ৬ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।