• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হত্যা মামলার পলাতক ৫ আসামী গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ জুন ২০২৩  

পিরোজপুরের মঠবাড়িয়ায় তানিয়া আক্তার খাদিজা (৩৭) নামে ৩ সন্তানের জননীকে হত্যা মামলায় পলাতক প্রধান আসামী স্বামী কামরুল মৃধাসহ ৫ পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। র‌্যাব সদস্যরা ঢাকার মেরুল বাড্ডা থেকে রোববার রাতে তাদের প্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- কামরুল মৃধার ভগ্নিপতি সাপলেজা গ্রামের কালু মোল্লা, ভাগ্নে সজীব মোল্লা, বোন বেবী আক্তার ও হনুফা বেগম। কামরুল মৃধা উপজেলার উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে। এর আগে এ মামলার তদন্তকারি কর্মকর্তা মঠাবড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ গত ২৮ মে রোববার ভোর রাতে উপজেলার সোনাখালী গ্রামের নিজ বাড়ি থেকে রশিদ হাওলাদারের ছেলে জয়নাল নামে একজনকে গ্রেপ্তার করেন।

মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নিহত তানিয়া আক্তার খাদিজার স্বামী কামরুল খুলনায় থেকেই ব্যবসা পরিচালনা করেন এবং মাঝে মধ্যে সোনাখালীর নিজ বাড়িতে আসেন। পরিবারিক বিষয়ে প্রায়ই খাদিজার সাথে স্বামী কামরুল মৃধার ঝগড়া হতো। ওই বিরোধের জেরে গত ১০ মে‘২৩ (বুধবার) দিবাগত রাতে পরিকল্পিত ভাবে খাদিজাকে হত্যা করা হয়। এঘটনায় নিহত খাদিজার মা হেনোয়ারা বেগম বাদি হয়ে নিহতের স্বামী কামরুল মৃধাকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে ১৯ মে শুক্রবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। কামরুল মৃধা উপজেলার ওই উত্তর সোনাখালী গ্রামের মৃত বাদশা মৃধার পুত্র। তারা পরষ্পর মামাতো ফুফাতো ভাইবোন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত আসামীদের ১০ দিনের রিমান্ড চেয়ে ৫ জুন সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ৮ আসামীর মধ্যে ৬ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।