• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

ইন্টারপোলের রেড নোটিসে আরাভ খান

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

চার বছর আগে রাজধানীর গুলশানে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলা মাথায় নিয়ে দুবাইয়ে পলাতক আসামি স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নামে ইন্টারপোল রেড নোটিস জারি করেছে।
শুক্রবার ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশি অপরাধী হিসেবে রবিউল ইসলামের নাম প্রকাশ করা হয়েছে। তাকে নিয়ে বাংলাদেশি ৬৩ জন অপরাধী সংস্থাটির রেড নোটিসের আওতায় রয়েছে।

রবিউল আরাভ খান নামে ভারতীয় পাসপোর্টে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তার পাসপোর্ট বাতিল করার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতকে চিঠি দেবে বলে জানা গেছে।

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় আরাভ খান সম্পর্কে যে বর্ণনা রয়েছে তা হলো ৩৫ বছর বয়সি রবিউলের জন্মস্থান বাংলাদেশের বাগেরহাটে। জাতীয়তা বাংলাদেশি। তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে লেখা আছে হত্যা।

এর আগে, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্ট কাগজপত্র ইন্টারপোলে পাঠায় পুলিশ। এরপরই ইন্টারপোল আরাভ খানের নামে রেড নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় ইন্টারপোলের ওয়েবসাইটে যুক্ত হলো রবিউল ইসলাম ওরফে আরাভের নাম।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয় দুবাইয়ে আরাভ নজরদারিতে আছেন।

২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন মামুন। পরদিন গাজীপুরের জঙ্গল থেকে তার আধপোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে পলাতক রবিউলসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৯ সালে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলাটি এখন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পরই রবিউল ভারতে পালিয়ে গিয়ে সেখানে বিয়ে করেন। এরপর ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করে পাড়ি জমান দুবাইয়ে। এরপর দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। গত ১৫ মার্চ দুবাইয়ে তার মালিকানাধীন আরাভ জুয়েলার্স উদ্বোধন করতে যান ক্রিকেটার সাকিব আল হাসানসহ, ইউটিউবার হিরো আলমসহ কয়েকজন তারকা। এরপরই রবিউল ইসলাম আলোচনায় আসেন। এখন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে পুলিশ।