• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

সীতাকুণ্ডে মাদকদ্রব্যের কাঁচামাল খুঁজে বের করলো রানি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রানি নামের প্রশিক্ষিত কুকুরের সাহায্যে প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যের কাঁচামাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এসব কাঁচামাল ইয়াবা তৈরিতে ব্যবহার করা হয়।

রোববার (১০ ডিসেম্বর) সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারির এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস থেকে এসব কাঁচামাল জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল নোমান।

শ্যামলী বাসটির সুপারভাইজার জিতেন্দ্র নাথ বিশ্বাস জানান, শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁরা কুষ্টিয়ার মেহেরপুর থেকে বাসটি ছেড়ে আসে। একাধিক স্থানে যাত্রী তুলেছেন। কে বা কারা ভেতরে ব্যাগটি রেখে গেছেন, তা তিনি জানেন না। তাদের কাছে কেবল গাড়ির লকারে যে মালামাল রাখা হয়, তার হিসাব থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান জানান, প্রাথমিকভাবে কিট দিয়ে পরীক্ষা করা হয়। যদি ল্যাব টেস্টে ইয়াবা ট্যাবলেটের কাঁচামাল অ্যামফিটামিন হিসেবে প্রমাণিত হয়, তাহলে দুই কেজির এই মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে। এ বিষয়ে সীতাকুণ্ড থানায় একটি জিডি করা হয়েছে।

বিজিবি-৮-এর অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের বাসটি আটক করা হয়। এরপর রানি নামের প্রশিক্ষিত কুকুর মাদকের উপাদান চিহ্নিত করে। বাসের ভেতরে একটি নীল রঙের হাতব্যাগে আটটি প্যাকেটে দুই কেজি মাদকদ্রব্য ছিল। পরে প্রশাসন, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানোর জন্য প্রতিটি প্যাকেট থেকে নমুনা সংগ্রহ করা হয়।