• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

অনলাইন জুয়ায় দায়ে দুইজনের কারাদণ্ড

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক শিলং নামক জুয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছে এলাকার লোকজন। মোবাইলের এসএমএসের মাধ্যমে এ খেলা পরিচালিত হয়। অর্থ লেনদেন করা হয় মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে। এ খেলাটি দুই রাউন্ডে পরিচালিত হয়।
প্রথম রাউন্ডে বাজিতে ধরা টাকার ৭০ গুণ ও দ্বিতীয় রাউন্ডে ৬০ গুণ টাকা দেয় স্থানীয় এজেন্ট। রাতারাতি বড়লোক হওয়ার আশায় এলাকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এ খেলায় অংশ নিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।

জানা যায়, ১৯৯০ সালে ভারতের শিলং ও গৌহাট্টি থেকে চালু হয় এ জুয়া খেলা। সেখান থেকে সিলেটের কোম্পানিগঞ্জের জাফলং ও ভোলাগঞ্জের শ্রমিকদের মধ্যে এ খেলা পরিচালিত হতো। ধীরে ধীরে সিলেট শহর হয়ে প্রায় ৮ বছর আগে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে এর বিস্তার ঘটে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হস্তক্ষেপে দমন করলেও তার কিছু দিন পর উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ব্যাপকহারে বৃদ্ধি পায়। সম্প্রতি এই জুয়া খেলায় অংশ নিয়ে প্রায় ৫ শতাধিক মানুষ ঋণগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।

স্থানীয়দের সাথে আলাপকালে তারা জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশার দুটি স্পটে বেশ কয়েকটি চায়ের দুকান, আজমিরীগঞ্জ সদরের টানবাজার, মোক্তিযুদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকা, নিচ বাজারের কাঠবাজার, মুন সিনেমা হল এলাকার চায়ের দুকান, একটি রেডিমেট গার্মেন্স দুকান, লঞ্চটার্মিনাল ঘাট এলাকাসহ বাজার পার্শ্ববর্তী গ্রাম সমূহসহ প্রায় অর্ধশতাধিক স্পটে এ জুয়ার আসর বসে। এ জুয়া খেলা প্রতিরোধে কার্যকর ভূমিকা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান এলাকার সচেতন মহল।

শুক্রবার (০৮ ডিসেম্বর) বিকালে আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সদরের টান বাজারের তিন্নি মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ২ জুয়াড়ি পৌর এলাকার নগর গ্রামের আল্লাদ মিয়ার পুত্র মোঃ আলী আক্তার (৪০) ও আলফু মিয়ার পুত্র আশিকুর রহমান (২৮) আটক করে। তাদের নবকট থেকে শিলং জুয়া খেলা সরঞ্জাম দু'টি মোবাইল ফোন জব্দ করেন। পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ টাকা করে জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক প্রত্যেককে ৫০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।