• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

ছাত্রলীগ কর্মী খুন: যুবলীগের ২ নেতাসহ ৪জনের বিরুদ্ধে হত্যা মামলা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মী জিয়াউল হাসান জুয়েল হত্যার ঘটনায় দুই যুবলীগ নেতাসহ চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে মিরসরাই থানায় মামলাটি করেন।

মামলায় মিঠানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. ইউনুসকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অন্য আসামিরা হলেন ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, ফারুক ও ইউনুসের বাবা আবুল বশর। অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মী জিয়াউল হাসানকে (২২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই ইউনিয়নের হাদিমুছা এলাকার আলী রাজা ভূঁইয়া বাড়ির মো. আলমগীর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মরদেহের ময়নাতদন্ত শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জুয়েলের বন্ধু গণেষ চন্দ্র নাথ বলেন, তারা পূর্ব পরিকল্পিতভাবে ১০ থেকে ১২ জন মিলে জুয়েলের উপর আক্রমণ করে। আমি জুয়েলের বাড়িতে খবর দেওয়ার জন্য দৌড় দিই। তার আগে জুয়েলকে শেষ করে দিলো। আগে আরও কয়েকবার জুয়েলকে মেরে ফেলার হুমকি দিয়েছে ইউনুস ও রিয়াদ।

মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাশেম বলেন, বুধবার সবাই আমাদের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে বরণ করতে গাড়ি বহরে যাই। সেই বহরে জুয়েলও ছিল। রাতে খবর আসে জুয়েলকে খুন করা হয়েছে। এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মিঠানালা ইউনিয়নে খুন হওয়া জিয়াউল হাসান জুয়েলের মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ইউনুসকে প্রধান আসামি করে নিহতের বাবা আলমগীর বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।