রমজানে ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান
বরিশাল প্রতিবেদন
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩

রমজান মাসে ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার। অসাধু চক্র রমজান টার্গেট করে বাজারমূল্যের যেন অস্থির করতে না পারে সেজন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলো অলআউট অ্যাকশনে নামছে। এরই অংশ হিসেবে রমজানে সরাসরি বাজার মনিটরিংয়ে নামার ঘোষণা দেওয়া সংস্থাগুলো হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), ঢাকা উত্তর সিটি করপোরেশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এর আগে কখনও একসঙ্গে চারটি সংস্থাকে বাজার মনিটরিংয়ে নামতে দেখা যায়নি। রমজান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ডলারের দরবৃদ্ধিকে হাতিয়ার করে সাধারণ মানুষকে জিম্মি করার অপৎপরতা রোধেই সবাই এবার একাট্টা হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, মান ও দাম নিয়ন্ত্রণে ঢাকার বাজারে প্রতিদিন তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এমনকি বন্ধের দিনও চলবে এ কার্যক্রম। পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম চলানো হবে বলে সংস্থাটি ঘোষণা করেছে।
রমজান মাসে বিএসটিআইয়ের বিশেষ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
এসময় মন্ত্রী জানান, রমজানে পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিএসটিআই। একই সঙ্গে র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
শিল্পমন্ত্রী বলেন, রমজান মাসে জনগণ যাতে মানসম্মত পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশসহ লিফলেট বিতরণ করা হবে। এসব কার্যক্রম পরিচালনার সময় অনৈতিকভাবে ব্যবসায়ীরা যাতে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারেন, তা মনিটরিং করবে বিএসটিআই।
তিনি বলেন, সারাদেশ থেকে মোট ৮২৬টি খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭৭৪টির। যার মধ্যে মানসম্মত নমুনা ৭৬০টি, নি¤œমানের নমুনা ১৪টি পাওয়া গেছে। এছাড়া আরও ৫২টি নমুনা পরীক্ষাধীন রয়েছে। নি¤œমানের পণ্য সরবরাহকারীদের কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রমজানের আগে হাইকোর্টের নির্দেশে এবং জনস্বার্থ বিবেচনা করে বিএসটিআই ফলমূলে ফরমালিন পরীক্ষা করে থাকে। এ বছর ১৯২টি নমুনা বাজার থেকে ক্রয় করে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়। তবে কোনোটিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণকে জানাতে সাতটি বাজারে মূল্যতালিকা প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রমজানে নিত্যপণ্যের দাম বাড়িয়ে কেউ যাতে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে মূল্যতালিকা প্রদর্শন করা হবে। যার মাধ্যমে দোকানি বাড়তি দামে পণ্য বিক্রি করছে কিনা তা সহজেই দেখতে পারবেন ক্রেতারা। কোনো দোকানি নিয়মবহির্ভূত বাড়তি মূল্য আদায় করলে থাকবে অভিযোগ করার সুযোগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে অত্যাবশকীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং করবে।
মেয়র বলেন, এ বছর রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের অহেতুক দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানে জনগণের যেন কোনো ভোগান্তি না হয় সেটি নিশ্চিত করা হবে। আমি ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা দয়া করে ভেজালমুক্ত, সঠিক ওজন ও টাটকা পণ্য সরবরাহ করবেন। আতিকুল ইসলাম বলেন, রমজানে প্রতিটি দোকানে প্রকাশ্যে মূল্যতালিকা টানিয়ে রাখাতে হবে। নির্ধারিত মূল্যের বেশি মূল্যে পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মূল্যতালিকা থেকে বেশি মূল্যে পণ্য বিক্রি করলে দোকান বন্ধ করে দেওয়া হবে।
বাজার মনিটরিং বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, দেশের বাজারগুলোতে পণ্যের দামে কারসাজি হলে বা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নিয়মিত বাজার মনিটরিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও এফবিসিসিআইয়ের নেতারা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে সমন্বিতভাবে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা অধিকারের মহাপরিচালক আরও বলেন, এই মুহূর্তে ভোক্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।
অভিযান জোরদার করা হবে ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সফিকুজ্জামান বলেছেন, রোজায় সারাদেশের বাজারগুলোতে অভিযান জোরদার করা হবে। পণ্যের দাম নিয়ে কারসাজি হলে বা কোনো ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাজার কমিটি ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এই মুহূর্তে ভোক্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।
বুধবার দুপুরে নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার তদারকি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মূলত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে সমন্বিতভাবে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
- বিএনপির সমাবেশে মোবাইল চুরির হিড়িক!
- বঙ্গবন্ধুর নেতৃত্ব অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির
- ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী
- জেএমবি নেতা সালেহীনের সহযোগীসহ গ্রেফতার ২
- বরিশালে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কর্মশালা ও যুব সমাবেশ
- শেবাচিম হাসপাতালে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদাকরণ মেশিন
- কিডনিতে পাথর হওয়ার লক্ষণ কী কী?
- বাবা-মায়ের ভুলে সন্তান জেদি হয়, যা করবেন...
- পর্দা বিরিয়ানি রাঁধবেন যেভাবে
- ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন প্রতিনিধিদল
- হাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ
- অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাকির
- ব্যাখ্যা চায় ক্ষুব্ধ গণমাধ্যম
- ৮ মাসে চা উৎপাদন ছাড়াল ৫৪.৫৮ মিলিয়ন কেজি
- শুরু হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভাল’
- রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল
- ‘ফুঁ’ দিয়ে হাতিয়ে নিল নারীর ৭৩ হাজার টাকা
- টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে নানা কর্মসূচি
- পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে পর্যটন শিল্প উন্নয়নের আহ্বান
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল
- ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের দোয়া
- শেখ হাসিনার নির্দেশে আমরা মাঠে আছি, থাকব
- নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই- পরশ
- মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলে, নদীতে মিললো মরদেহ
- বিএনপি নেতা দুলু ও তার স্ত্রী নামে গ্রেপ্তারি পরোয়ানা
- অক্টোবরের শুরুতেই আসছে কিন্ডারগার্টেন পরিচালনায় বিধিমালা
- প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতা গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিং করার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়, আটক: ২
- ফেসবুক ভিডিওবার্তায় সবকিছু জানানোর ঘোষণা তামিমের
- মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে হাইকোর্টের যুগান্তকারী রায় প্রকাশ
- ‘দরবেশ বাবা’ পরিচয়ে ৭ কোটি টাকা আত্মসাৎ
- হত্যা মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার
- ৩৬ টাকা দরে আলু বিক্রি, কেনা যাবে সর্বোচ্চ ৫ কেজি
- বরিশাল থেকে ভারত গেলো ১৯ টন ইলিশ
- স্ক্রিনটাইম কমাবেন যেভাবে
- মেয়ে বেশে চুরি, তৃতীয় লিঙ্গ সেজে করেন ছিনতাই!
- দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝি গ্রেপ্তার
- বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি উপহাস করছে: কাদের
- হ্যাকার থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
- অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান
- বরিশালে এমটিএফই’র নামধারী ৬ সিইওর নামে মামলা
- ব্ল্যাক ট্রায়াঙ্গেলে পপি চাষ, তদন্তে মিললো ভয়ঙ্কর তথ্য
- বলাৎকারের শিকার মাদরাসাছাত্রের মৃত্যু, শিক্ষক গ্রেফতার
- গৌরনদীতে গনধর্ষন মামলার আসামী গ্রেফতার
- মশার কামড়ে শরীরে দাগ হলে কী করবেন?
- মোরগ প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ১০
- ‘জওয়ান’ দেখে কিছু অ্যাকশন রি-শুট করব: অনন্ত জলিল
- মাদক নিরাময় কেন্দ্রে ঝুলছিল নারীর মরদেহ
- নগরীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন