• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

উত্তরের জেলায় উৎপাদন ৩ হাজার কোটি টাকার সবজি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

উত্তরবঙ্গের চার জেলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে এবার ২ হাজার ৯০০ কোটি ৬৬ লাখ ২৫ হাজার টাকার শীতকালীন সবজির উৎপাদন হয়েছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, এ বছর বগুড়ায় ১০ হাজার ৯৩৩ হেক্টর আবাদি জমি থেকে ৩ লাখ ৫ হাজার ৫০০ মেট্রিক টন সবজি পাওয়া যাবে।

পাবনার ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৫ হাজার ১৫০ মেট্রিক টন সবজিু। সিরাজগঞ্জে ৮ হাজার ৮০০ হেক্টর জমি থেকে উৎপাদন হবে ১ লাখ ৮৫ হাজার ৬৮০ মেট্রিক টন সবজি। আর জয়পুরহাটে ৫ হাজার ৭০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এই জেলায় সবজির উৎপাদন হবে ১ লাখ ৩ হাজার ৯৩৫ মেট্রিক টন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানা বলেন, উত্তরের এই চার জেলার প্রতি মেট্রিক টন সবজির গড় দাম ধরা হয় প্রায় ২৫ হাজার টাকা।

একই কথা বলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুর রহমান।

তাদের হিসাব অনুযায়ী পাবনায় উৎপাদন হয়েছে ১ হাজার ৪১২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার সবজি, সিরাজগঞ্জে ৪৬৪ কোটি ২০ লাখ, বগুড়ায় ৭৬৩ কোটি ৭৫ লাখ ও জয়পুরহাটে ২৫৯ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার সবজি।

উত্তরের এই চার জেলায় বেগুন, টমেটো, শীম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলা, লাউ, চাল কুমড়া, মিস্টি কুমড়া, পটল, বরবটি, শসা, ক্ষিরা, ঝিঙা, গাঁজর, ঢ়েঁড়স, চিচিঙা, কাকরোল, করলা, লালশাক, পুঁইশাক, পালংশাক, ধনিয়াপাতা, সরিষা শাক, মুখিকচু, সজিনা, মেটে আলুসহ আরও অনেক সবজির আবাদ হয়েছে।

৪২ বছর ধরে সবজির ব্যবসায় করে আসছেন বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম। তিনি বলেন, বাজারে সবসময় সবজির দাম এক রকম থাকে না। কখনো বাড়ে আবার কখনো কমে। প্রতিকেজি সবজি গড়ে ২৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে কিছু সবজির দাম বেশি। শিগগিরই সেগুলোর দামও কমে যাবে। নতুন সবজি পুরোদমে সরবরাহ হলেই বাজার স্বাভাবিক হবে।

বগুড়ার সবজি ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, এ মৌসুমে সবজির আবাদ অনেক ভালো হয়েছে। উত্তরের চাহিদা মিটিয়ে এখানকার সবজি সারাদেশে সরবরাহ করা হয়। তিনি নিজেই কুয়াকাটায় সবজি সরবরাহ করেন।

শুধু এই চার জেলাতেই নয়, উত্তরের  অন্যান্য জেলাগুলোতেও সবজির অনেক ভালো ফলন হয়েছে। জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মোতালেব হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৭ হাজার ১৪১ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম ডেইলি বাংলাদেশকে বলেন, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে ৪৫ হাজার হেক্টর জমিতে এবার সবজির আবাদ হয়েছে। এরমধ্যে নীলফামারীতে সবচেয়ে বেশি সবজির চাষ করা হয়েছে।