• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

শেবাচিম হাসপাতালে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদাকরণ মেশিন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ দক্ষিণাঞ্চলের ডেঙ্গু রোগীদের সুখবর দিলো শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে রক্ত পরিসংঞ্চলন কেন্দ্র। সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের অত্যান্ত কার্যকারী রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন চালু করা হয়েছে।

প্রথম বারের মতো চালু হওয়া ওই মেশিন থেকে জীবন রক্ষার বিশেষ সুবিধা গ্রহণ করেতে পারবে ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় এফেরেসিস মেশিনটির কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।

তিনি বলেন, ইতোপূর্বে এই হাসপাতালসহ দক্ষিণাঞ্চলের কোন হাসপাতালেই রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন ছিলো না। ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি রোগীদের জন্য অত্যান্ত কার্যকারি রক্ত থেকে রক্তের প্লাটিলেট আলাদা করে গ্রহণের প্রয়োজন হয়। এই মেশিনটির অভাবে এখানকার রোগীদের রাজধানীতে প্রেরণ করা হতো। মেশিনটির কার্যক্রম শুরু হওয়ায় এখন আর কোন রোগীকে রাজধানীতে যেতে হবে না।

তিনি আরও বলেন, অতিসম্প্রতি মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের রক্ত পরিসংঞ্চলন কেন্দ্রে মেশিনটির কার্যক্রম শুরু করা হয়েছে। মেশিনটির সাথে স্বল্প পরিমানের প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলদা করে তা গ্রহন করতে পারবেন রোগীরা।

রক্ত পরিসংঞ্চলন কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিনের সভাপতিত্বে এফেরেসিস মেশির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, সার্জারী বহিঃ বিভাগের আবাসিক সার্জন ও আউটডোর ডাক্তার এসোসিয়েশন’র সভাপতি ডাঃ সৌরভ সুতার, নাক কান গলা বহিঃ বিভাগের আবাসিক সার্জন ডাঃ চিরঞ্জিব সিনহা পলাশ ও ডাঃ মোস্তফা কামাল প্রমুখ। এদিকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন’র পাশাপাশি প্লাটিলেট ইনকিউবেটার মেশিন ও একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে।

রক্ত পরিসংঞ্চলন বিভাগের ডাঃ নূরুন্নবী চৌধুরী তুহিন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসংঞ্চল কেন্দ্রে এখন বেশ কয়েকটি আধুনিকমানের মেশিন সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন। দীর্ঘ দিন চেস্টারপর এই মেশিনটি আমরা পেয়েছি।

এর সাথে প্লাটিলেট ইনকিউবেটার মেশিনও সরবরাহ করা হয়েছে। এই মেশিনের সাহায্যে এফেরেসিস থেকে পাওয়া রক্ত ৪ থেকে ৫দিন সংরক্ষিত রাখা যাবে। এর পাশাপাশি আমাদের এখানে নতুন একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। এই ফ্রিজে কমপক্ষে ৮৪টি রক্তের ব্যাগ সংরক্ষিত রাখা যাবে।