• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

ব‌রিশাল হবে অসম্প্রদায়ীক নগরী- মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবাত

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ মে ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ ব‌রিশাল হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ এর সা‌থে আসন্ন ব‌রিশাল সি‌টি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলী‌গের ম‌নোনীত ‌মেয়র প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত এর মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে ।

মহান মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় ধর্ম নি‌রপেক্ষ, গণতা‌ন্ত্রিক, অসম্প্রদা‌য়িক বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের আন্দোলন এ‌গি‌য়ে নেয়ার প্রত‌্যয়ে সকল‌ নির্বাচ‌নে মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তি‌কে বিজয়ী করার লক্ষ্য ১৯ মে,শুক্রবার রাত ৮ টায় নগরীর বগুড়া রোডস্থ ক্রাউন কন‌ভেনশন হলে
এই বি‌শেষ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য নৌকা মার্কার মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবাত বলেন, অসম্প্রদা‌য়িক চেতনায় বাংলাদেশের জন্ম। আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সের‌নিয়বাত ও ছিলেন একই চেতনায় বিশ্বাসী। ব‌রিশালে এ‌তো‌দিন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ ছিলো অবহেলিত। আমি নির্বাচিত হলে এই প‌রিষদের মানুষ আর অব‌হে‌লিত থাকবেনা। এখানে কোন দাতা সংস্থা বা এন‌জিও কাজ করতে পারেনি। সেই প‌রিবেশ ও সুযোগ তাদের দেয়া হয়‌নি।

তিনি আরও বলেন, নির্বা‌চিত হলে সেই প‌রিবেশ ফি‌রিয়ে আনা হবে। ব‌রিশালে তেমন কোন উন্নয়ন হয়‌নি। আগামীর ব‌রিশাল হবে নতুন ব‌রিশাল, এখানে  কোন বৈষম‌্য থাকবেনা। ব‌রিশাল ছিলো প‌রিচ্ছন্ন শহর। এখন সেটা অপ‌রিচ্ছন্ন রয়েছে পা‌নি সংকট সমস‌্য রয়েছে বর্জ‌্য ব‌্যবস্থাপনায়। এই শহর‌কে সর্বস্তরের মানুষের সহযোগীতায় সুন্দর ও বসবাস উপ‌যোগী হিসেবে গড়ে  তোলা হবে । আমি আমার বাবার কাছ থেকে  রামায়নের গল্প শু‌নে‌ছি। আমি সেটা ধারনও ক‌রি। আমার ভিতর কোন অনুকম্পা নেই। আমার দ্বারা কেউ অসন্মা‌নিত হবেন না।

হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদের ব‌রিশাল জেলা ক‌মি‌টির সাধারন সম্পাদক এ‌্যাড হি‌রন কুমার দাস মিঠু এর সভাপ‌তি‌ত্বে সভায় অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ‌্যাড বলরাম পোদ্দার, মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবা‌তের সহধর্মী‌নি লুনা আব্দুল্লাহ, এ‌্যাড আনিচ উ‌দ্দিন শ‌হিদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ ব‌রিশাল মহানগর ক‌মি‌টির সভাপ‌তি মৃনাল কা‌ন্তি সাহা, জেলা সভাপ‌তি মান‌বেন্দ্র বটব‌্যাল, মহানগর সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, মহানগর ক‌মি‌টির সা‌বেক সভাপতি নারায়ন দে নারু, সংগঠ‌নের সা‌বেক ট্রা‌স্টি ভানু লাল দে ও খ্রীস্টান সম্প্রদায়ের নেত্রী মেরী জনসন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহানগর ক‌মি‌টির সা‌বেক সাধারন সম্পাদক সুর‌ঞ্জিত দত্ত লিটু ।