• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

ব‌রিশাল হবে অসম্প্রদায়ীক নগরী- মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবাত

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ মে ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ ব‌রিশাল হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ এর সা‌থে আসন্ন ব‌রিশাল সি‌টি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলী‌গের ম‌নোনীত ‌মেয়র প্রার্থী আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাত এর মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে ।

মহান মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় ধর্ম নি‌রপেক্ষ, গণতা‌ন্ত্রিক, অসম্প্রদা‌য়িক বাংলা‌দেশ বি‌নির্মা‌ণের আন্দোলন এ‌গি‌য়ে নেয়ার প্রত‌্যয়ে সকল‌ নির্বাচ‌নে মু‌ক্তিযু‌দ্ধের প‌ক্ষের শ‌ক্তি‌কে বিজয়ী করার লক্ষ্য ১৯ মে,শুক্রবার রাত ৮ টায় নগরীর বগুড়া রোডস্থ ক্রাউন কন‌ভেনশন হলে
এই বি‌শেষ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য নৌকা মার্কার মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবাত বলেন, অসম্প্রদা‌য়িক চেতনায় বাংলাদেশের জন্ম। আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সের‌নিয়বাত ও ছিলেন একই চেতনায় বিশ্বাসী। ব‌রিশালে এ‌তো‌দিন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ ছিলো অবহেলিত। আমি নির্বাচিত হলে এই প‌রিষদের মানুষ আর অব‌হে‌লিত থাকবেনা। এখানে কোন দাতা সংস্থা বা এন‌জিও কাজ করতে পারেনি। সেই প‌রিবেশ ও সুযোগ তাদের দেয়া হয়‌নি।

তিনি আরও বলেন, নির্বা‌চিত হলে সেই প‌রিবেশ ফি‌রিয়ে আনা হবে। ব‌রিশালে তেমন কোন উন্নয়ন হয়‌নি। আগামীর ব‌রিশাল হবে নতুন ব‌রিশাল, এখানে  কোন বৈষম‌্য থাকবেনা। ব‌রিশাল ছিলো প‌রিচ্ছন্ন শহর। এখন সেটা অপ‌রিচ্ছন্ন রয়েছে পা‌নি সংকট সমস‌্য রয়েছে বর্জ‌্য ব‌্যবস্থাপনায়। এই শহর‌কে সর্বস্তরের মানুষের সহযোগীতায় সুন্দর ও বসবাস উপ‌যোগী হিসেবে গড়ে  তোলা হবে । আমি আমার বাবার কাছ থেকে  রামায়নের গল্প শু‌নে‌ছি। আমি সেটা ধারনও ক‌রি। আমার ভিতর কোন অনুকম্পা নেই। আমার দ্বারা কেউ অসন্মা‌নিত হবেন না।

হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক‌্য প‌রিষদের ব‌রিশাল জেলা ক‌মি‌টির সাধারন সম্পাদক এ‌্যাড হি‌রন কুমার দাস মিঠু এর সভাপ‌তি‌ত্বে সভায় অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ‌্যাড বলরাম পোদ্দার, মেয়র প্রার্থী খোকন সের‌নিয়াবা‌তের সহধর্মী‌নি লুনা আব্দুল্লাহ, এ‌্যাড আনিচ উ‌দ্দিন শ‌হিদ, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক‌্য প‌রিষদ ব‌রিশাল মহানগর ক‌মি‌টির সভাপ‌তি মৃনাল কা‌ন্তি সাহা, জেলা সভাপ‌তি মান‌বেন্দ্র বটব‌্যাল, মহানগর সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দাস, মহানগর ক‌মি‌টির সা‌বেক সভাপতি নারায়ন দে নারু, সংগঠ‌নের সা‌বেক ট্রা‌স্টি ভানু লাল দে ও খ্রীস্টান সম্প্রদায়ের নেত্রী মেরী জনসন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহানগর ক‌মি‌টির সা‌বেক সাধারন সম্পাদক সুর‌ঞ্জিত দত্ত লিটু ।