• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে সবদিক দিয়ে বরিশালকে সমৃদ্ধ করবো- নৌকার মেয়র প্রার্থী খোকন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৬ মে ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বিসিসি নির্বাচনে বিজয়ী হলে বরিশালে ব্যবসার পরিবেশ তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করবেন বলে জানিয়েছে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত।

নগরীর সদর রোডে বরিশাল সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

মেয়র প্রার্থী খোকন বলেন, দীর্ঘদিন বরিশালের মানুষ সুবিধা ও উন্নয়ন বঞ্চিত ছিলো। সিটি কর্পোরেশন বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে, যেটা নাগরিক সেবার উপযোগী না। নির্বাচিত হলে সবদিক দিয়ে বরিশালকে সমৃদ্ধ করা হবে।

তিনি আরও বলেন, একজন নেতার প্রধান কাজ হচ্ছে দায়িত্ববোধ, যা সবার মধ্যে থাকে না। কিন্তু আমি শহীদ পরিবারের সন্তান হওয়ায় জাতির বীরদের প্রত্যক্ষ করেছি। বাবা সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেশের জন্য জীবন দিয়েছেন। বাবা আবদুর রব সেরনিয়াবাত তার জীবন থেকে বিভিন্ন জ্ঞান দান করেছেন। নৈতিক শিক্ষা দিয়েছেন। তাদের জ্ঞান কাজে লাগিয়ে বরিশালকে গড়তে চাই। এই স্বপ্ন পূরণে নগরীর সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

এসময় মেয়র প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হকসহ নেতাকর্মীরা। ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এমএম আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক খান রফিক, কোষাধ্যক্ষ আলী জসিম, প্রথম আলোর জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বণিক বার্তার এম মিরাজ হোসাইন, বিডিনিউজ২৪-এর সাইদ মেমন, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, যায়যায়দিনের আরিফুর রহমান, ডিবিসির জুয়েল সরকার, কালের কণ্ঠের এম সুহাদ, যুগান্তরের অনিকেত মাসুদ প্রমুখ।