• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এ সহিংসতা: প্রধানমন্ত্রী সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার

কীর্তনখোলা নদী দখল মুক্ত করতে মাঠে নামছে বিআইডব্লিউটিএ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

বরিশাল প্রতিনিধি: ধান নদী খাল এই তিনে বরিশাল। কীর্তনখোলা নদী দখলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নদীর ম্যাপ। নদী দখলের কারনে নাব্যতা সংকটের সৃষ্টি হচ্ছে যার কারনে নদীতে লঞ্চ,স্টিমার, জাহাজ চলাচল করতে ব্যাহত হচ্ছে। হুমকির মুখে বরিশাল শহর রক্ষা বাদ।

বুধবার ও বৃহস্পতিবার বিআইডব্লিউটিএর নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসন কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেছেন। কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এটা নিশ্চিন্ত হয়েছে যে প্রায় সারে চার হাজার দখলদার ঘিরে রেখেছে ঐতিহ্যবাহী কীর্তখোলা নদীর।

সর্বশেষ ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকায় নদীর তীর দখল করছে এক প্রভাবশালী এ তথ্য পেয়ে মাঠে নামে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। তবে দখলদারদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। রসুলপুর এলাকায়তো একজন দখলদার রীতিমতো নদীর ভিতর বাঁধ দিয়ে ভরাট চেষ্টা চালাচ্ছে। যা প্রত্যক্ষ করেন নৌ বন্দর কর্তৃপক্ষ। শুধু রসুলপুরেই নয়, পুরো নগরীর নদীর আশেপাশে নানা কৌশলে নদীর পাড় দখল করে নিয়েছে হাজার হাজার দখলদাররা।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল রসুলপুরে গিয়েছিলাম। আমাদের সাথে নৌ পুলিশসহ প্রশাসনের লোকজন ছিল। তবে আমরা দখলদারকে পাইনি। তবে তাদের সাথে মুঠোফোনে কথা হয়েছে। তারা তাদের কাগজপত্র নিয়ে বৃহস্পতিবার আমাদের সাথে দেখা করবেন। তবে এই জমি নদীর সেটা আমরা দেখেই বুঝতে পেরেছি।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, সপ্তাহ দুই ধরে এই জমিতে বাঁশ দিয়ে পাইলিং করা হয়েছে। এরপর টিন দিয়ে আটকে দেয়া হয়েছে। পরে মাটি ভরাট করা হবে। এরপর স্থাপনা করা হবে।

এ বিষয়ে দখলদার সৈয়দ ইমাম হোসেন রাজু বলেন, আমরা ১৯৯৮ সালে কামরুন্নেছার কাছ থেকে এই জমি ক্রয় করেছি। যা ২০০০ সালে রেকর্ড করা হয়েছে। ২০২২ সাল পর্যন্ত এই জমির হোল্ডিং নম্বর, খাজনা, করসহ সকল কাগজপত্র আপটুডেট করা আছে। আমরা নতুন করে দখল করিনি । এদিকে শুধু রসুলপুরই নয়, কীর্তনখোলা নদীর বিভিন্ন স্থানে যে যার মতো করে নদী দখল করে নিয়েছে।

জানা গেছে, ১৯৬০ সালে প্রতিষ্ঠার জন্য কীর্তনখোলা নদীর তীরের ৩৬ দশমিক ৮০ একর জমি বিআইডব্লিউটিএ অনুকূলে হস্তান্তর করে জেলা প্রশাসন। কিন্তু ৫৬ বছরেও সীমানা নির্ধারণ করা হয়নি। এর ফলে অধিকাংশ সম্পত্তি নামে-বেনামে দখল করে নেন প্রভাবশালীরা। নৌ বন্দরের উত্তর দিকে জেল খালসহ রসুলপুর এলাকায় ২৮ একরের মধ্যে ২০ একর বেদখল হয়ে আছে।

বরিশাল নদী বন্দরের উত্তরে আমানতগঞ্জ খাল থেকে দক্ষিণের রূপাতলী সিএসডি গোডাউন খালের দক্ষিণ পাশ পর্যন্ত ৩ দশমিক ৫৭০ কিলোমিটার কীর্তনখোলার তীর বিআইডব্লিউটিএ'র। বাকি অংশ জেলা প্রশাসনের। তবে বন্দর-সংলগ্ন নদীর পূর্ব ও পশ্চিম তীরে উচ্চ জলরেখা থেকে তীরের দিকে ৫০ গজ পর্যন্ত উভয় তীরে ৩৬ দশমিক ৩০ কিলোমিটার ফোরশোর রয়েছে। যার অর্ধেকই বেদখলে চলে গেছে বলে জানান নদী গবেষক রফিকুল আলম।

রফিকুল আলম আরো বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে ৪ হাজারের বেশি অবৈধ দখলদারের তালিকা থাকার কথা। অন্যদিকে জেলা প্রশাসনের কাছে জেলায় প্রায় ২২ হাজার দখলদারের তালিকা আছে। যদিও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, দু তিন বছর আগে হাইকোর্টের রায়ে ১০ একর ৮২ শতাংশ জমি পুরোপুরি হাত ছাড়া হয়ে যায় বিআইডব্লিউটিএ'র। এ ছাড়া পোর্ট রোডের মৎস আড়ৎ সংলগ্ন এলাকার কয়েক একর জমি মৌজার নাম পরিবর্তনের কারণে বেদখলে রয়েছে। একই ভাবে ১ একর ২৭ শতাংশ জমির উপরে বিআইডব্লিউটিএ'র অনুমতি ছাড়াই মুক্তিযোদ্ধা পার্ক স্থাপন করে বরিশাল সিটি কর্পোরেশন। যদিও বিআইডব্লিউটিএ'র দাবী পার্ক নির্মাণ হলেও এই জমি তাদের দখলেই রয়েছে। এ ছাড়া ২ একর ৫৭ শতাংশ জমি নদী গর্ভে হয়েছে বলে তারা দাবী করেছেন।

বিআইডব্লিউটিএ, ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক হোসেন আরও বলেন, বরিশাল কীর্তনখোলা নদী নয়,আমাদের আওতাধীন যেকোনো নদীর পাড় কেউ যদি দখলের চেষ্টা করে। বিষয়টি আমাদের কাছে জানালে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। এছাড়াও আমাদের অভিযান চলমান আছে।