• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বহিষ্কৃত জামায়াত কর্মীকে আহ্বায়ক করে কমিটি করায় বিএনপির অফিসে তালা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২  

বরিশাল প্রতিনিধি: বরিশালে বহিষ্কৃত জামায়াত কর্মীকে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক করে কমিটি ঘোষণার প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা দিয়েছে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। শনিবার  নগরীর সদর রোডে জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানিয়েছেন ঘোষিত কমিটির ১ নম্বর সদস্য জিয়াউল ইসলাম সাবু। কার্যালয়ে তালা দেওয়ার আগে ঘোষিত কমিটি বিলুপ্তির দাবিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীদের একটি অংশ।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক মন্টু খান, সদস্য মামুন অর রশিদ, আনোয়ার হোসেন, আব্দুর জব্বার শিকদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু তার ফেইসবুক আইডি থেকে সদর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে জামায়াত থেকে বহিষ্কৃত ‘বিতর্কিত’ নুরুল আমিনকে আহ্বায়ক করা হয়েছে। তিনি একসময় জামায়াতে ইসলামীর রুকন ছিলেন। পরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। তবে নুরুল আমিন এর আগে বিএনপির সদর উপজেলা কমিটির সদস্যও ছিলেন না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বিএনপি নেতা জিয়াউল ইসলাম সাবু বলেন, এর আগে নুরুল আমিন কড়াপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব নিলে সভাপতি-সম্পাদকসহ ১৯২ জন নেতা পদত্যাগ করেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে নুরুল আমিন ইউনিয়ন বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে কাজ করেন।

“চরমোনাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়কারী আ. ছালাম রাঢ়ীকে বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে অনেক অঙ্গসংগঠনের লোকদের সদস্য করা হয়েছে, যাদের কেউ চেনে না।”

এ ছাড়া কমিটিতে অনেককে যথাযথ স্থানে রাখা হয়নি; তাই কমিটি বিলুপ্ত দাবি করে সাবু বলেন, ঘোষিত কমিটিতে সদর উপজেলা বিএনপির পরীক্ষিত ত্যাগী জেল-জুলুম ও অত্যাচার সহ্যকারী নেতাকর্মীরা হতাশ, নিরাশ এবং হতবাক। এ নিয়ে নেতাকর্মীদের অসন্তোষ চরম আকার ধারণ করেছে।

সংবাদ সম্মেলন থেকে নেতারা, আগামী তিন দিনের মধ্যে কমিটি বাতিলের দাবি জানান। দাবি না মানলে লাগাতার কর্মসূচি দিয়ে অবাঞ্চিত কমিটিকে হঠাতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এ ছাড়া বরিশাল জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনঃগঠনের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এদিকে, সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে তালা দেয়।

এ ব্যাপারে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু বলেন, “১৪ বছর ধরে নুরুল আলম বিএনপির রাজনীতি করে। তিনি তো এখন জামায়াত নেই। জামায়াত নেতা হলেও কী? তিনি তো এ দেশের নাগরিক। দেশের সকল কিছু মেনে নিয়ে রাজনীতি করেন। কে কী বলল না বলল এ নিয়ে মাথা ঘামানোর সময় নেই।”

এ ব্যাপারে বিএনপির সদর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আমিন  বলেন, “আমি ২০১১ সালে বিএনপিতে যোগদান করি। তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে জামায়াত থেকে বহিষ্কার করে।”