• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

বরিশালে ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ মে ২০২৪  

বরিশাল জেলার বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়া ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে এসব প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। প্রতীক পেয়েই তিন উপজেলায় প্রচার প্রচারণায় নেমেছে প্রার্থীরা।

এর মধ্যে বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতীক পেয়েছে। উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। এছাড়া বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীকে প্রতীক তুলে দেওয়া হয়।

বানারীপাড়া উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলাম ফারুক পেয়েছেন দোয়াতকলম ও মাওলাদ হোসেন সানা মোটর সাইকেল প্রতীক পেয়েছে।

উজিরপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ সিকদার বাচ্চু পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। এছাড়া আবুল কালাম আজাদ আনারস, হাফিজুর রহমান কাপপিরিচ ও সুখেন্দ শেখর বৈদ্য দোয়াতকলম প্রতীক পেয়েছে।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব আনারস ও সরদার মো. খালেদ হোসেন কাপপিরিচ প্রতীক পেয়েছেন।

প্রসঙ্গত, এবার নির্বাচনে বানারীপাড়ায় ৮ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরে ৯ টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৮৭, নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৮৬৯ জন ও ১ জন হিজড়া এবং বাবুগঞ্জে ৬ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছে।

বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় নির্বাচন চতুর্থ বা শেষ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তথ্য মতে, বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ প্রার্থী প্রতীক পেয়েছে। এ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে গোলাম ফারুক পেয়েছেন দোয়াতকলম ও মাওলাদ হোসেন সানা মোটর সাইকেল প্রতীক পেয়েছে। ৬ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আজিজুল ইসলাম পেয়েছেন মাইক প্রতীক। বাকি চার প্রার্থীর মধ্যে ইকবাল হোসেন বই, নুরুল হুদা উড়োজাহাজ, রাহাত হোসেন টিউবওয়েল, সুলতান সিকদার চশমা ও শরীফ উদ্দিন পেয়েছেন তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন পাঁচ প্রার্থী। এর মধ্যে ঝুমুর খানম পেয়েছে প্রজাপতি ও  নাজনিন হক ফুটবল প্রতীক পেয়েছে।

এছাড়া নাজমিন জাহান পলি হাঁস, বিলকিস পদ্মফুল ও সাবিনা ইয়াসমিন পেয়েছেন কলস প্রতীক পেয়েছে। উজিরপুর উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতীক পেয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতীক পেয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ সিকদার বাচ্চু পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। এছাড়া আবুল কালাম আজাদ আনারস, হাফিজুর রহমান কাপপিরিচ ও সুখেন্দ শেখর বৈদ্য দোয়াতকলম প্রতীক পেয়েছে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে অপূর্ব কুমার বাইন পেয়েছেন টিউবওয়েল প্রতীক। এছাড়া বাকি দুই প্রার্থীর মধ্যে এবিএম মিজানুর রহমান সবুজ পেয়েছেন মাইক ও রফিকুল ইসলাম তালা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মধ্যে মোর্শেদা পারভিন ফুটবল ও সীমা রাণী শীল কলস প্রতীক পেয়েছে।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছে ৭ প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ফারজানা বিনতে ওহাব আনারস ও সরদার মো. খালেদ হোসেন কাপপিরিচ প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে ওবায়দুল হক জুয়েল তালা, ইকবাল আহমেদ টিউবওয়েল এবং হাদিসুর রহমান খান পেয়েছে লাঙল প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যানের দুই প্রার্থীর মধ্যে মৌরিন আক্তার আশা মনি হাঁস এবং রিফাত জাহান তাপসী ফুটবল প্রতীক পেয়েছে।

বরিশাল জেলা রির্টানিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে আমরা অতীতের মত বদ্ধপরিকর। এবার নির্বাচনে বানারীপাড়ায় ৮ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরে ৯ টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৮৭, নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৮৬৯ জন ও ১ জন হিজড়া এবং বাবুগঞ্জে ৬ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছে।
বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় নির্বাচন চতুর্থ বা শেষ ধাপে ৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।