• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

বিএম কলেজ ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজে ক্লাস চলাকালীন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ সময় বলা হয়- নিষেধাজ্ঞা অমান্য করে অন্যায় কাজে জড়িত হলে তাকে পুলিশে সোপর্দ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে পাঠদান চলাকালীন শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। একই সঙ্গে কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী কিংবা বহিরাগতদের মাদক সেবন ও ইভটিজিং নিষিদ্ধ বলে গণ্য হবে।

এতে আরও বলা হয়, যেহেতু পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন সেহেতু উক্ত কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে। যদি অভিযুক্ত কলেজটির শিক্ষার্থীও হয়ে থাকে তার দায়ভার কলেজ কর্তৃপক্ষ নেবে না।

এ বিষয়ে কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ বলেন, বিএম কলেজে কিছু দিন ধরে দেখা যাচ্ছে বহিরাগতদের আনাগোনা, মাদক সেবন এবং ইভটিজিং বেড়ে চলছে। ফলে কলেজের মানক্ষুণ্ন হচ্ছে। শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে নিরাপদভাবে চলাফেরা করতে পারে এর জন্য ইভটিজিং এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই আইন জারি করা হয়েছে।