• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

স্বাস্থ্যকর ইনস্ট্যান্ট নুডলস বানানোর উপায়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

ঝটপট বানানো যায় বলে ইনস্ট্যান্ট নুডলসের কদর সবসময়ই বেশি। বিকালের নাস্তা বা শিশুদের স্কুলের টিফিন হিসেবে দ্রুত প্রস্তুত করে ফেলা যায় এই নুডলস। তবে অস্বাস্থ্যকর নুডলস হিসেবেও এর পরিচিতি রয়েছে। রেস্টুরেন্টের মতো অনেক ধরনের সস কিংবা মুখরোচক সব মসলা দিয়ে নুডলস বানালে খেতে যতই সুস্বাদু হোক,  স্বাস্থ্যকর হয় না। কয়েকটি কৌশলে বানালে ইনস্ট্যান্ট নুডলস হবে স্বাস্থ্যকর। 

  1. শাকসবজি ও প্রোটিন যোগ করে বানাতে পারেন ইনস্ট্যান্ট নুডলস। ভিটামিন এবং পুষ্টির মান শক্তিশালী করার জন্য নুডুলসে যোগ করতে পারেন রঙধনুর রঙ। রঙিন সবজি, শাকের মতো আয়রন সমৃদ্ধ খাবার যোগ করুন। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল রয়েছে যা ক্যানসার প্রতিরোধী বৈশিষ্ট্য ধারণ করে। টমেটো বা লাল ক্যাপসিকাম হৃদযন্ত্র সুস্থ রাখতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। 
  2. সিজনিংয়ের পাশাপাশি বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ করতে ক্রাঞ্চি বা ক্রিস্পি টেক্সচার আনতে পারেন নুডলসে। থাই-স্টাইলের ক্রিস্পি রাইস নুডুলস, কাজুবাদাম বা গাজর লম্বা করে কেটে মিশিয়ে নিন নুডলসে।
  3. নুডলসের বাটিতে একটি সেদ্ধ ডিম এবং গোলমরিচের গুঁড়া যোগ করুন খাওয়ার আগে। 
  4. নুডলস মুখরোচক করার জন্য নানা ধরনের সস মেশানো থেকে বিরত থাকুন। মিষ্টি মরিচের সস, সয়া সস ইত্যাদিতে সোডিয়াম ও শর্করার পরিমাণ বেশি থাকে। এগুলোর বিকল্প হিসেবে মিষ্টি শাকসবজি যোগ করুতে পারেন। সসের বদলে তাজা ভেষজ এবং মসলার মিশ্রণ বেছে নেওয়ার চেষ্টা করুন। কাটা মরিচ, তিলের তেল, আদা, রসুন এবং চিংড়ির পেস্ট মেশান নুডলসে। ধনেপাতা, পুদিনা পাতাও চমৎকার স্বাদ আনবে নুডলসে। 
  5. তিল, গ্রেট করা পনির, মটরশুঁটি মেশান নুডলসে। প্রোটিন যোগ করতে মাংস, ডিম মেশান। 
  6. ভাজা, কাঁচা বা সেদ্ধ সবজির বদলে ভাপানো সবজি দিন নুডলসে। শাকসবজি স্টিম করলে রঙের পাশাপাশি তাদের পুষ্টি উপাদান বজায় থাকে। 
  7. ইনস্ট্যান্ট নুডলসে সাধারণত ফাইবার কম থাকে। প্রতিদিনের নুডলসে তাই ফাইবার যোগ করার চেষ্টা করুন,  বিশেষ করে যদি আপনি ওজন কমাতে চান। ফাইবার আমাদের বিভিন্ন উপায়ে উপকার করে।