• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত কয়েকদিনে অব্যাহত বিক্ষোভ মিছিলের পর দলের ১৪ জন নেতা পদত্যাগ করেছেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। এরই মধ্যে ওই কমিটি থেকে ৬ জন পদত্যাগ করেছেন। অন্যরাও পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের হাতে পদত্যাগপত্র জমা দেন তারা। সদ্যঘোষিত কমিটিতে ফেনীর বাইরে বসবাসকারীদের কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আবু নাছের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক করিমুল হক করিম ও বাহার উদ্দিন সরদার, সদস্য জাফর উল্লাহ, নুরুল করিম চৌধুরী, তাজুল ইসলাম, ওয়াসিমুল শাহাদাত নরশেদ, কবির আহাম্মদ ও মোহাম্মদ, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব এবং সাবেক সদস্য সচিব কবির আহমেদ।

পরশুরাম পৌর বিএনপি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন- যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক সিরাজ, সদস্য নাছির উদ্দিন রিটু ও মিজানুর রহমান চৌধুরী।

পদত্যাগকারী হাবিবুর রহমান হাবিব জানান, উপজেলা ও পৌর কমিটিতে ত্যাগী ও সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়নি। ঢাকা ও চট্টগ্রামে বসবাস করেন এমন নেতাদের নিয়ে কমিটি করা হয়েছে। এই অভিযোগ দলের শতাধিক নেতাকর্মীর। এ কারণে দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করার ঘটনা ঘটেছে। এছাড়া আরো কয়েকজন নেতা পদত্যাগ করবেন বলেও তিনি জানিয়েছেন।

এছাড়া একই অভিযোগে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে (জাপা) ফিরে গেছেন সিলেটের ব্যবসায়ী কুনু মিয়া। গত বুধবার বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি।

কুনু মিয়া গত নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে বিফল হন। ২০১১ সালে তিনি খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে জাপা থেকে বিএনপিতে যোগ দেন।

এদিকে গত ১৩ জানুয়ারি আখাউড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান।

দলের একাধিক ত্যাগী নেতা জানায়, স্বজন প্রীতির মাধ্যমে বহিরাগত, অদক্ষ, অযোগ্য লোক দিয়ে পৌর বিএনপির আহবায়ক কমিটি দেয়া হয়েছে। যাদের মধ্যে বেশীভাগ লোকজনই রাজপথে আন্দোলন সংগ্রামের সঙ্গে তাদের কোনো পরিচিতি নেই। এসব কারণে জেলা আহবায়ক কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বর্তমান কমিটির ৬ সদস্য।

পদত্যাগ করা ওই ৬ সদস্য হলেন- পৌর বিএনপি সাবেক সভাপতি বাহার মিয়া( সাবেক কাউন্সিলর) সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান (কাউন্সিলর), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া (কাউন্সিলর), উপজেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ মালদার।