• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাদিক আবদুল্লাহ`র কৃতজ্ঞতা জ্ঞাপণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৯  


শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদদের, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর ঘাতকের বুলেটে নিহত সকল শহীদদেরকে। এছাড়াও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করছি।
ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের ধারক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে অ্যাড. এ. কে. এম জাহাঙ্গীরকে সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সার্বিকভাবে সফল ও স্বার্থক করায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আমির হোসেন আমু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি, দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) জনাব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব শ. ম. রেজাউল করিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক জনাব অ্যাড. আফজাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব ইকবাল হোসেন অপু এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব গোলাম রাব্বানী চিনু, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য রুবিনা মীরা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য্য - এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি।
আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৩০ টি ওয়ার্ডের সভাপতি - সাধারণ সম্পাদক ও সম্মেলনের কাউন্সিলরবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ব্যাব-৮ এর সকল সদস্যবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মী, বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, বরিশালের সর্বস্তরের নাগরিকবৃন্দ এবং সম্মেলন আয়োজনে নিরলসভাবে কাজ করে যাওয়া তরুণ সমাজের প্রতিনিধিসহ সকলের প্রতি।
আমি আশা প্রকাশ করছি, আগামী দিনগুলোতেও বর্তমান সময়ের মতো সকলের সহযোগিতা ও পরামর্শ অব্যাহত থাকবে। মহান আল্লাহ্‌ তা’য়ালা আমাদের সকলের সহায় হউন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
সাধারণ সম্পাদক, বরিশাল মহানগর আওয়ামী লীগ

মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন