• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাকিবের ‘বাজে’ পারফরম্যান্স নিয়ে যা বললেন পাপন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ মে ২০২১  

ভারত থেকে ফিরে দেশের হয়ে প্রথম ম্যাচে যাচ্ছেতাই পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নামের সুবিচার করতে পারেননি শ্রীলংকার বিপক্ষে। তিন ম্যাচে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ যথাক্রমে ১৫, ০ ও ৪। হাত ঘুরিয়ে তিন ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৩টি। শেষ ম্যাচে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে মুশফিক-রিয়াজ আর বল হাতে মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে বাংলাদেশ। যে কারণে সাকিবের সাধারণ মানের পারফরম্যান্স আলোচনার বিষয় হয়ে ওঠেনি।

কিন্তু শুক্রবার শেষ ম্যাচে দলে থাকা বিশ্বসেরা অলরাউন্ডারের জ্বলে ওঠা খুব জরুরি ছিল। শ্রীলংকার ছুড়ে দেওয়া তিনশ'র কাছাকাছি টার্গেট মোকাবিলায় সাকিবের ব্যাট থেকে উল্লেখযোগ্য রান হওয়ার কথা ছিল।

কিন্তু দলীয় সংগ্রহ ডাবল ডিজিটে পৌঁছানোর আগেই মাত্র ৪ রান করে ফিরলেন সাকিব।

সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার আগে তা থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন জানালেন, সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার খুব শিগগিরই কামব্যাক করবেন, এমনটাই আশাবাদী তিনি।

শুক্রবার ম্যাচ শেষে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই। ওকে নিয়ে আমি মোটেই চিন্তিত নই। কারণ সাকিব অবশ্যই আমাদের সেরা অলরাউন্ডার। ওর সামর্থ্য নিয়েও আমাদের কারও কোনো চিন্তাভাবনা বা দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এখন হয়তো সে নিজেকে ফিরে পাচ্ছে না। কিন্তু অবশ্যই সে কামব্যাক করবে। এটাতে কোনো সন্দেহ নেই।’

শেষ ম্যাচ দলের এতো বড় ব্যবধানে হারের বিষয়ে পাপন বলেন, ‘আমি আগেও বলেছি, শ্রীলংকার এই দলটাও শক্তিশালী। আমরা প্রথম দুই ম্যাচে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই মোটামুটি ভালো করেছি। আজকে সেদিক দিয়ে পারিনি। আমাদের ছেলেরা সামর্থ্য অনুযায়ী খেলেনি। অবশ্য এমন জয়ের জন্য কৃতিত্ব অবশ্যই দিতে হবে শ্রীলংকান দলকে। ’