• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

সরকারি নির্দেশ অমান্যে ৯ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে জরিমানা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করায় বরিশালে ৯ ব্যবসা প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ২ প্রতিষ্ঠানের গোডাউন সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী বরিশাল নগরের বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশ সদস্যদের সহযোগিতায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, মো. আতাউর রাব্বী ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে অপ্রয়োজনীয় ইলেক্ট্রনিক দোকান খোলা রাখায় ওবায়দুর রহমানকে ৪ হাজার ও সোহরাব হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন। এছাড়া নগরের পদ্মাবতি এলাকায় কাপড়ের দোকান খোলা রেখে লোক সমাগম করায় হারুন অর রশিদের দোকান থেকে ১৫ হাজার, মাজাহারুল ইসলামের দোকান থেকে ১০ হাজার এবং মো. আলমগীরের দোকান থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে নগরের কাউনিয়া বিসিক শিল্প নগরীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে উৎপাদনের নামে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে জায়গা বরাদ্দ নিয়ে গোডাউন গড়ে তোলা ও গোডাউন খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনে জনসমাগম করায় মাহাদী এন্টারপ্রাইজ ও সুমা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গোডাউন দুটি সিলগালা করে দেওয়া হয়।

এ সময় মুঠোফোনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের ভিডিও ধারণ করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো. জুয়েল নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরের চাঁদমারী পুলিশ অফিসার্স মেস এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় একটি সেলুনকে ৫শ এবং একটি চায়ের দোকানকে ৫শ টাকা জরিমানা করেন।

এছাড়া সিটি করেপোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সামাজিক দূরত্ব বজায় না রেখে পণ্য বিক্রি করায় চকবাজারের প্রগতী ট্রেডার্সের মালিক মুসা জামিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করোনার ভয়াবহতা সম্পর্কে জনসাধারনকে সচেতন করেন এবং এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য বিধি অনুযায়ী নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান। জনস্বার্থে এই অভিযান অব্যাহতভাবে চলবে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।