• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

সংসদ সদস্য প্রার্থী মাশরাফির সঙ্গে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

চিরচেনা শেরেবাংলায় আর ১০ দিনের মতোই গতকাল এসেছেন মাশরাফি। ড্রেসিংরুমে ঢুঁ মেরে সোজা চলে আসেন বিসিবি একাডেমি ভবনের ভেতর থাকা পছন্দের ছোট জিমে। তবে ১৬-১৭ দিন পর এ আগমনে নিশ্চিতভাবেই কিছুটা ভিন্নতা রয়েছে। সেটা চেনা মুখগুলোর চাহনি, কথায় স্পষ্ট। বিসিবির কর্মকর্তা থেকে পরিচ্ছন্নতা কর্মী সবাই বলছেন, ‘ভোট হয়তো দিতে পারবো না, তবে দোয়া থাকলো।’

মুখ ভর্তি লম্বা দাঁড়ি ছাড়া বাহ্যিক অবয়বে অবশ্য মাশরাফির মাঝে খুব বেশি পরিবর্তন পরিলক্ষিত হয়নি। জিমে সময় কাটালেন ঘণ্টা খানেক। যার হেতুও কারো অজানা নয়। আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। স্বাভাবিকভাবেই অধিনায়কের প্রস্তুতিটা শুরু হলো বলা যায়। বল কবে হাতে নিবেন? মাশরাফির উত্তর, ‘এখনও ঠিক করিনি।’ বিশ্বকাপের আগে ক্রিকেটের সঙ্গে আপোষ নয়— নিজের ফেসবুকের পাতায় কিছুদিন এক বিবৃতিতে এমনটাই বলেছিলেন মাশরাফি। বাস্তবতাও ভিন্ন নয়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে ২২ গজের সমীকরণে মন বসাচ্ছেন তিনি। ওয়ানডে সিরিজ শেষের আগে নড়াইলও যাচ্ছেন না।

নির্বাচনী ডামাডোলে সরগরম গোটা দেশ। প্রার্থীরা এলাকায় গণসংযোগ, প্রচারণা, নির্বাচনী কাজ নিয়ে ব্যস্ত। দেশের আর সব সংসদ সদস্য প্রার্থীদের মতো ভোটের হাওয়ায় ভাসেননি মাশরাফি। ওয়ানডে সিরিজ দুয়ারে দাঁড়িয়ে বলে ক্রিকেট নিয়ে ভাবতেই হচ্ছে তাকে।

ক্রিকেটের মাঠ রাঙানোর পর এবার রাজনীতির মঞ্চে মাশরাফি। দেশের গণমাধ্যম, জনসাধারণের কাছে অন্যতম আলোচনার বিষয় নড়াইল এক্সপ্রেসের রাজনীতিতে পদার্পণ। বিসিবি একাডেমির জিমে তাকে একাকী পেয়ে সমকালীন প্রসঙ্গ নিয়ে টুকটাক কথা না হওয়াটাই অস্বাভাবিক।

ক্রিকেট-রাজনীতি একসঙ্গে কেমন লাগছে? আরেকটা আন্তর্জাতিক ম্যাচের আগে প্রতিপক্ষকে যেভাবে সমীহ করেন, সম্মান দেন, মাশরাফির এ উত্তরটাও ঠিক তেমনই। বললেন, ‘প্রথমটার তো অনেক অভিজ্ঞতা আছে। দ্বিতীয়টার তো অভিজ্ঞতা নেই। দেখি কেমন লাগে।’

ক্রিকেটের মাঠে সব সময় নিজের সেরাটা উজাড় করে দেন মাশরাফি। পায়ে সাতটি অস্ত্রোপচারের পরও দেশের সেরা পেসার, ওয়ানডেতে দেশের সফল অধিনায়কের তকমা তার নামের পাশেই শোভা পায়। রাজনীতির মাঠেও সাফল্যমণ্ডিত অধ্যায় রচনার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার।

চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত না হলেও নড়াইল-২ আসনে মাশরাফির প্রধান প্রতিপক্ষ হবে বিএনপির দুই প্রার্থী। ফরিদ উজ জামান ফরহাদ ও মুফতি শহীদুল ইসলামকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি।

কথায় কথায় জানা গেল, রাজনৈতিক প্রতিপক্ষ প্রার্থীর ঠিক হাড়ির না হলেও বেশ ভালোই খবর রাখেন নড়াইল এক্সপ্রেস। এ মাঠেও অধিনায়কের মতোই হোমওয়ার্ক করছেন তিনি ও তার দল। ২২ গজের মতো ভোটের লড়াইয়েও তাই সতর্ক মাশরাফি।

ডিসেম্বরের শুরুতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ পাড়ি দেবেন সাকিব-তামিমদের নিয়ে। তারপর ৩০ ডিসেম্বরের নির্বাচনী বৈতরণীও পাড়ি দিতে মাশরাফির ভরসা নিশ্চিতভাবেই রাজনৈতিক সহযোদ্ধা এবং নড়াইলবাসী।