• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

শেয়ারবাজারে ১১শ’ কোটি টাকার উপর লেনদেন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

দেশের উভয় শেয়ারবাজারে বুধবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতেআগের দিনের চেয়ে বেশি লেনদেন হয়েছে। আজ ১১শ’ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানের সেঞ্চুরি হাকিয়েছে। 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক বেড়েছে। তবে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০০.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩.৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৪৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৭.৪২ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ২৬.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৮৮.৩২, ১৫৮১.৪৬ এবং ৯২৬.৮৭ পয়েন্ট। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১২০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭২ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকা।

ডিএসইতে বুধবার লেনদেনে অংশ নেয়া ৩৫৫টি  প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দর বেড়েছে। দর কমেছে ১১৫টির এবং ৪১টি দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭৫.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬৫.১৭ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।