• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

‘শেখ হাসিনার জীবন কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন-সংগ্রামের নানা দিক নিয়ে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
 
প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক শাবান মাহমুদ গ্রন্থিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি ২৪ চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং বইটির রচয়িতা শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের আগে বইটি প্রকাশ করা নিয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ রচয়িতা শাবান মাহমুদকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সময়ে এই বইটি প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
 
তিনি বলেন, সহজ-সাবলীল ভাষায় বইটিতে প্রধানমন্ত্রীর বিয়ে, সংগ্রাম, নিজের জীবন, রাজনৈতিক জীবন- সব একটি বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। বইটির তথ্য ভাণ্ডারকে সমৃদ্ধ এবং প্রধানমন্ত্রীকে সবিস্তারে জানার ক্ষেত্রে সহায়ক হবে।
 
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, বইটিতে শাবান মাহমুদ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক দুর্যোগ, রাজনৈতিক সম্ভাবনা- সবগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে তুলে এনেছেন।
 
ইতিহাসের নেপথ্যে থাকা কিছু তথ্য বইটিতে উঠে এসে জানিয়ে ইকবাল সোবহান বলেন, যারা রাজনীতি ও দেশের সম্পর্কে জানতে চায়, আওয়ামী লীগের ভিতরে ও বাইরে কী সমস্যা ছিল, এটি শুধু আমাদের জন্য নয় ভবিষ্যতে যারা বাংলাদেশের রাজনীতি করবেন তাদের জন্যও খোরাক আছে।
 
বিশেষ অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বইটির মধ্যে অনেক তথ্য-উপাত্ত রয়েছে। যেটি পড়ে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম অনেক উপকৃত হবে। আমি নিজেও উপকৃত হয়েছি, কারণ এর মধ্যে অনেক তথ্য রয়েছে যা আমারও জানা ছিল না।
 
তিনি বলেন, শেখ হাসিনা যদি দেশের হাল না ধরতের বা ১৫ আগস্ট যদি দেশে থাকতেন তাহলে তার পিতার মতো ভাগ্যবরণ করতে হতো। তাহলে বাংলাদেশ থাকতো না পাকিস্তান হয়ে যেত।
 
‘... একজন বিশ্বনেত্রীর সম্পর্কে লেখা এত সহজ কথা না। এরমধ্যে এমন সব তথ্য রয়েছে যা বর্তমান, আগামী ও প্রজন্মের পর প্রজন্মের কাছে ঐতিহাসিক এবং মূল্যবান দলিল হয়ে থাকবে। ’
 
বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, সংবাদকর্মী ও আওয়ামী লীগ বিটের রিপোর্টার হিসেবে কাছ থেকে শেখ হাসিনাকে দেখার সৌভাগ্য হয়েছিল। ’৯১ সালের নির্বাচন ও পরবর্তীকালে তার সঙ্গে সারাদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা-স্মৃতি রয়েছে। ওনার সবচেয়ে বড় বিষয় ছিল মানুষের জন্য কাজ করা, মানুষের পক্ষে থাকা।
 
‘৯১ সালে আমরা নেত্রীর সঙ্গে বৃহত্তর রংপুরে মঙ্গা কবলিত অবস্থা দেখতে সফরসঙ্গী। তিনি আগের দিন রাতে বললেন তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। আমরা অপেক্ষা করলাম, পরের দিন সকাল ৬টায় আমরা ওনার সঙ্গে স্টার্ট করলাম। গিয়েছিলাম চিলমারীতে যেখানে বাসন্তীর বাড়ি। তিনি আমাদের দেখালেন বাসন্তীর বাড়িতে ১৯৭৪ সালে যে ঘটনাটি ঘটেছিল সংবাদপত্রে, তিনি বললেন ওই বাসন্তীর বাড়ি একই রকম সেই বাসন্তী একই রকম। তার মানে পুরোটাই একটা পলিটিক্সের পার্ট ছিল। তারপর দেখালেন জালের দাম কত ছিল আর একটা শাড়ির দাম কত টাকা ছিল। ’
 
নঈম নিজাম বলেন, তিনিই (শেখ হাসিনা) প্রথম বাসন্তী এবং তার পরিবারের জন্য অর্থ অনুদান দিলেন এবং পরবর্তীকালে ’৯৬ সালে ক্ষমতায় এসে বাড়ি তৈরি করে দিয়েছিলেন।
 
প্রকাশিত বই নিয়ে নঈম নিজাম বলেন, তার (শেখ হাসিনা) ছোটবেলার বর্ণাঢ্য অবস্থান, বঙ্গবন্ধুর কারান্তরীণ সময়ে লড়াই, ইডেন কলেজে পড়ার সময় নেতৃত্ব, বিয়ে-সংসার, পঁচাত্তরে সবচেয়ে কঠিন সময়ে তিনি যখন জার্মানিতে ছিলেন, তারা দুই বোন বেঁচে ছিলেন। ৮১ সালে দেশে ফিরে দলের দায়িত্ব নেওয়ার পর ৮৬ সালে বিরোধীদলের নেতা হিসেবে অনেক আসন নিয়ে সংসদে বসেন, কিন্তু গণতন্ত্রকে সুসংহত করতে বেরিয়ে আসেন। ৯১ এ বিরোধীদলের নেতৃত্বে থাকার সময় ভোটের লড়াই করেছেন। ভোট ও ভাতের লড়াই করে ৯৬ সালে ক্ষমতায় এসেছিলেন। এছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশকেও তুলে আনতে তার সংগ্রাম ছিল- বইয়ে আমরা এসব দেখি।
 
আগামীতে যারা শেখ হাসিনার উপর বই লিখবেন সেখানে হয়তো আরও বড় পরিসরে আসবে জানিয়ে নঈম নিজাম বলেন, এই সময়ে শাবান মাহমুদের এই বইটি অনেক বেশি ইতিবাচক ভূমিকা রাখবে এবং পাঠকদের মধ্যে শেখ হাসিনাকে জানার জন্য একটি অংশ তৈরি করবে।
 
৮৮ সাল থেকে শেখ হাসিনার সান্নিধ্য পেয়েছেন জানিয়ে বইটির রচয়িতা শাবান মাহমুদ বলেন, তিনি রাজনৈতিকভাবে আমাকে অত্যন্ত কাছে টেনেছেন। তার ভালোবাসায় আজ প্রগতিশীল রাজনীতিতে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। শৈবব থেকে তার দীর্ঘ রাজনৈতিক ও সংগ্রামী জীবন, ৯৬ সালে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীসহ প্রতিটি আমলসহ তার রাজনৈতিক জীবন তুলে আনার চেষ্টা করেছি। তথ্যভিত্তিক ও ঐতিহাসিকভাবে সত্য বিষয় তুলে আনার আনার চেষ্টা করেছি। আশা করি পাঠক বইটি পড়ে উপকৃত হবে।
 
অনুষ্ঠানে জানানো হয় ছায়াঘর প্রকাশনী থেকে প্রকাশিত বইটির দাম ৬০০ টাকা।